Advertisement
২০ এপ্রিল ২০২৪

ঢাকা কাণ্ডে সুর চড়াল বিজেপি

সীমান্ত পেরিয়ে ঢাকার ছায়া ঢুকে পড়ল পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। ঢাকার রামকৃষ্ণ মিশনের সহ সম্পাদক স্বামী সেবানন্দকে চিঠি পাঠিয়ে খুনের হুমকি দিয়েছে আইএস জঙ্গিরা।

রোশনী মুখোপাধ্যায়
কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০১৬ ০৮:৫২
Share: Save:

সীমান্ত পেরিয়ে ঢাকার ছায়া ঢুকে পড়ল পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে।

ঢাকার রামকৃষ্ণ মিশনের সহ সম্পাদক স্বামী সেবানন্দকে চিঠি পাঠিয়ে খুনের হুমকি দিয়েছে আইএস জঙ্গিরা। তার ২৪ ঘণ্টার মধ্যে শুক্রবার বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হল শিলিগুড়িতে বিজেপি-র রাজ্য কমিটির বৈঠকে। বলা হল, দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সেখানকার সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি জানাবেন। আর দলের অন্য নেতা-কর্মীরা বুথে বুথে সেই দাবিতেই প্রচার আন্দোলন গড়ে তুলবেন। অর্থাৎ, এত দিন যে হিন্দুত্ববাদের সুর ছিল মৃদু, ঢাকা-কাণ্ডকে হাতিয়ার করে সেই সুর চড়ালো পশ্চিমবঙ্গ বিজেপি।

আরএসএস-এর প্রচারক দিলীপবাবুকে বিজেপি-র রাজ্য সভাপতি করে এবং একের পর এক সঙ্ঘ নেতাকে দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে বসিয়ে হিন্দুত্ববাদের রাস্তায় হাঁটার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। বিধানসভা ভোটে মালদহের বৈষ্ণবনগর কেন্দ্রে সেই রাস্তাতেই সাফল্য এসেছে। সেখানে কালিয়াচকের ঘটনা নিয়ে বিজেপি-র প্রচার দলকে এক জন বিধায়ক এনে দিয়েছে। বিধানসভা নির্বাচনের পর রাজ্য বিজেপি নেতাদের একাংশ ঘরোয়া আলোচনায় প্রায়ই মন্তব্য করছেন, এখানে সংখ্যালঘু ভোট পাওয়ার আশা তাঁদের ছাড়তে হবে। অন্তত এ বার বিধানসভা ভোটের অভিজ্ঞতা তা-ই। সে ক্ষেত্রে মেরুকরণের রাজনীতিতে হেঁটে সংখ্যাগুরুর ভোট নিজেদের দিকে এককাট্টা করাই লোকসভার ভোটের জন্য অন্যতম কৌশল হওয়া উচিত। রাজ্য কমিটির বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রস্তাব পাশ করানো সেই প্রচেষ্টারই ফসল।

শিলিগুড়িতে দলের রাজ্য কমিটির দু’দিনের বৈঠকের প্রথম দিন উদ্বোধনী ভাষণেই দিলীপবাবু বলেন, ‘‘আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। সেখানে যে সংখ্যালঘুরা রয়ে গিয়েছেন, তাঁদের উপর অকথ্য অত্যাচার হচ্ছে। তাঁদের ধর্ম পালনের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মন্দির ভাঙা হচ্ছে। হত্যাও করা হচ্ছে।’’ এই প্রেক্ষিতেই জয়প্রকাশ মজুমদার-সহ দু’জন বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি জানান। এর পর দিলীপবাবু নিজেও হাইকমিশনে যাবেন।

তবে জঙ্গি দমনে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের ভূমিকার প্রশংসা করেছেন দিলীপবাবু।’ তিনি জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে আজ শনিবার বিধাননগরে সভা হবে। এর পর সীমান্ত লাগোয়া জেলাগুলিতে এবং অন্যত্র বুথওয়াড়ি সভা করে সচেতনতা গড়া হবে। এ দেশের বিদ্বজ্জনেদের প্রতি দিলীপবাবুর কটাক্ষ, ‘‘যাঁরা এখানে অসহিষ্ণুতার প্রতিবাদ করেন, তাঁরা বাংলাদেশের ঘটনাবলিতে নীরব কেন?’’ বাংলাদেশের সংখ্যালঘুদের এক প্রতিনিধিদল কলকাতায় এসে দিলীপবাবুর সঙ্গে দেখাও করেছেন।

বাংলাদেশের জামাত বা আইএস জঙ্গিরা সীমান্ত পেরিয়ে এ রাজ্যে এসে নানা অপরাধ করছে বলে বিজেপি-র অভিযোগ। সেই কারণেই খাগড়াগড়, কালিয়াচক ইত্যাদি কাণ্ডের প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে এই বৈঠকের রাজনৈতিক প্রস্তাবেও।

আগামী পঞ্চায়েত ও লোকসভায় সংগঠন ও ভোট বাড়াতে হিন্দুত্ববাদের পাশাপাশিই মোদী সরকারের উন্নয়নকেওব্যবহার করবে বিজেপি। যে কারণে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা এবং সিদ্ধার্থনাথ এ দিন বৈঠকে মোদী সরকারের দু’বছরের সাফল্য ব্যাখ্যা করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Ramakrishna Mission
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE