Advertisement
E-Paper

সিস্টার নিবেদিতার বাড়ির বাইরে নীল ফলক বসানোর উদ্যোগ

উইম্বলডনে থাকার সময় দীর্ঘ সাত বছর কাটিয়েছেন ২১ নম্বর উইম্বলডন হাই স্ট্রিটের বাড়িটিতে। আর তাই সিস্টার নিবেদিতার স্মৃতিতে ভক্তেরা এ বার ওই বাড়ির বাইরে একটি ফলক বসানোর উদ্যোগ শুরু করেছেন। ইংল্যান্ডে যে সব বাড়িতে বিখ্যাত ব্যক্তিরা থেকেছেন, সাধারণত সেই সব বাড়ির বাইরে নীল রঙের উপর সাদা হরফে লেখা ফলক বসানো থাকে।

শ্রাবণী বসু

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৫ ০২:৩৫

উইম্বলডনে থাকার সময় দীর্ঘ সাত বছর কাটিয়েছেন ২১ নম্বর উইম্বলডন হাই স্ট্রিটের বাড়িটিতে। আর তাই সিস্টার নিবেদিতার স্মৃতিতে ভক্তেরা এ বার ওই বাড়ির বাইরে একটি ফলক বসানোর উদ্যোগ শুরু করেছেন।
ইংল্যান্ডে যে সব বাড়িতে বিখ্যাত ব্যক্তিরা থেকেছেন, সাধারণত সেই সব বাড়ির বাইরে নীল রঙের উপর সাদা হরফে লেখা ফলক বসানো থাকে। ইংল্যান্ডের একটি সংস্থা যারা মূলত বিখ্যাত মানুষজনের বাড়িতে ফলক বসানোর কাজ করে থাকে, সিস্টার নিবেদিতার বাড়ির বাইরে নীল ফলক বসানোর ব্যাপারটি নিয়ে তাদের কাছে আবেদন করেছে লন্ডনের একটি বাঙালি সংগঠন।
১৮৯৪ থেকে ১৯০১ পর্যন্ত উইম্বলডনের ওই বাড়িটিতে থাকতেন নিবেদিতা। সিস্টার নিবেদিতা যে সত্যিই ওই বাড়িতে থাকতেন, তা প্রমাণ করতে ১৯০১ সালের একটি জনগণনা রিপোর্টও দেখিয়েছেন নিবেদিতার ভক্তেরা। ওই বাড়ি শুধু নিবেদিতারই স্মৃতিবিজড়িত নয়, বাড়িটিতে বিভিন্ন সময়ে অতিথি হয়ে এসেছিলেন স্বামী বিবেকানন্দ, জগদীশচন্দ্র বসু। তাই লন্ডনের বাঙালিদের কাছে এই বাড়ির গুরুত্ব অপরিসীম।
লন্ডনের ওই সংগঠনের তরফে জানানো হয়েছে, উইম্বলডনে থাকার সময় এলাকার বাচ্চাদের পড়াশোনার জন্য সেখানে একটি স্কুল খোলেন নিবেদিতা। সংগঠনটি আরও জানিয়েছে, আয়ার্ল্যান্ডে নিবেদিতার বাড়ির বাইরে নীল ফলক বসানো রয়েছে। আয়ার্ল্যান্ডে তাঁর কীর্তির কথা মনে রাখা হলেও, ইংল্যান্ডে মনে রাখা হয়নি বলে মনে করেন সংগঠনের সদস্যেরা।

বাঙালি সংগঠনটির তরফে এক মুখপাত্রের কথায়, ‘‘স্বামী বিবেকানন্দের মতোই নারীশিক্ষা, সমাজ, জাতীয়তাবাদ, বিজ্ঞান-সহ নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে গিয়েছেন সিস্টার নিবেদিতা। তাই আমরা নীল ফলক বসানোর জন্য আবেদন করেছি।’’

sister nivedita sister niveditas house blue nameplate blue plaque shrabani basu london sister nivedita
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy