বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ঠিক করেনি বলে মনে করেন বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রভাব যে দু’দেশের সম্পর্কের উপরে পড়বে তা রাখঢাক না করেই জানিয়েছেন তিনি। একটি ব্রিটিশ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ভারত যদি স্বৈরাচারকে (শেখ হাসিনা) আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, তা হলে বিএনপি কী করতে পারে!
বাংলাদেশে ছাত্র-জনতা অভ্যুত্থানের ফলে গত বছরের ৫ অগস্ট বাংলাদেশে ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পর থেকে তিনি ভারতেই রয়েছেন। বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তেমন মসৃণ নয়। বিভিন্ন ক্ষেত্রে তার প্রতিফলন দেখা গিয়েছে। তারেককে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশে বিএনপি-র নেতৃত্বাধীন সরকার গঠিত হলে ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে? জবাবে বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ‘‘তারা (ভারত) যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা তো বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছেন যে তাঁরা ভারত সম্পর্কে শীতল থাকবেন। তাই আমাকে তো আমার দেশের মানুষের সঙ্গে থাকতে হবে।’’
বাংলাদেশের তিন দিকে ভারতের সীমান্ত। স্বভাবতই ঢাকার কাছে নয়াদিল্লির বিশেষ গুরুত্ব আছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত— এই প্রশ্নের জবাবে তারেক বলেন, ‘‘আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখব, আমার দেশের স্বার্থ দেখব। তা বজায় রেখে যা যা করতে পারব, তাই করব।’’
বাংলাদেশের মানুষের উপরে কোনও ধরনের আঘাত এলে তিনি মেনে নেবেন না বলে জানিয়েছেন তারেক। তাঁর কথায়, ‘‘ভারতের থেকে আমরা ন্যায্য পরিমাণ জল চাই।’’ ফেলানী হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, বাংলাদেশের মানুষের উপরে আঘাত এলে বিএনপি তা মেনে নেবে না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)