বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনের চার মাস আগেই ‘সম্ভাব্য প্রার্থীতালিকা’ ঘোষণা করল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। সোমবার প্রথম দফাতেই জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৩৭টি তে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, বিএনপির চেয়ারপার্সন খালেদা ফেনী–০১, বগুড়া–০৭ এবং দিনাজপুর–০৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদার পুত্র তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া-৬ আসনে।
তারেখ বর্তমানে লন্ডনে রয়েছেন। তিনি কবে দেশে ফিরবেন সে বিষয়ে কিছু জানাননি আলমগীর। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ইচ্ছাকে মর্যাদা দিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।