নির্বাচনে জিতে আসতে পারলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধ করার উপরেই বেশি গুরুত্ব দেবে বিএনপি। আজ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর উপরে নির্মিত নতুন রাবার বাঁধ পরিদর্শনে গিয়ে এমনই বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আলমগীর আজ বলেছেন, প্রতিবেশী দেশ ভারত চাইলেই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের কথা মনে করিয়ে তাঁর দাবি, সেই সময়েও ‘ভারত সহযোগিতা করেছিল’। কিন্তু তাঁর দাবি, ‘দুর্ভাগ্যজনক ভাবে আমরা উল্টোটা দেখছি। মোদী সরকার বাংলাদেশকে চাপে ফেলেছে। সব কিছু নিয়ে গিয়েছে। কিন্তু আমাদের কিছু দেয়নি’। এর পরেই তাঁর দাবি, বিএনপি নির্বাচনে জিতে ক্ষমতায় এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধ করতে নানা পদক্ষেপ করবে।
বাংলাদেশে বিকল্প রাজনৈতিক শক্তি তৈরিতে ‘জাতীয় কনভেনশন’ হবে বলে ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশের গণতান্ত্রিক-প্রগতিশীল বামপন্থী দলগুলি। শনিবার ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ের মৈত্রী মিলনায়তনে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করা হয়। মূলত ‘বৈষম্যহীন সমাজ’ তৈরির লক্ষ্যে এই কনভেনশন করা হবে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ আজ বলেন, গণতান্ত্রিক, প্রগতিশীল বামদলগুলি চেষ্টা করছে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)