Advertisement
০৩ মে ২০২৪

বোকো হারাম মুক্তি দিল ৮২ ছাত্রীকে

দীর্ঘ তিন বছরের অপেক্ষা। ঘরে ফিরছে ওরা! ২০১৪ সালের এপ্রিল মাসে উত্তর-পূর্ব নাইজেরিয়ার চিবক শহরতলির একটি স্কুলে হানা দিয়েছিল বোকো হারাম জঙ্গিগোষ্ঠী। সেখান থেকে দু’শোরও বেশি স্কুলছাত্রীকে অপহরণ করেছিল তারা।

ফেরা: মুক্তি পাওয়া এক চিবক মেয়ে। রবিবার আবুজায়। ছবি: রয়টার্স।

ফেরা: মুক্তি পাওয়া এক চিবক মেয়ে। রবিবার আবুজায়। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
আবুজা শেষ আপডেট: ০৮ মে ২০১৭ ০৫:০৬
Share: Save:

দীর্ঘ তিন বছরের অপেক্ষা। ঘরে ফিরছে ওরা!

২০১৪ সালের এপ্রিল মাসে উত্তর-পূর্ব নাইজেরিয়ার চিবক শহরতলির একটি স্কুলে হানা দিয়েছিল বোকো হারাম জঙ্গিগোষ্ঠী। সেখান থেকে দু’শোরও বেশি স্কুলছাত্রীকে অপহরণ করেছিল তারা। এর পর তিন বছর ধরে জঙ্গিদের ডেরাতেই মুক্তির অপেক্ষায় দিন কাটাচ্ছে অপহৃত ওই ছাত্রীরা।

গত অক্টোবরে একটি চুক্তিতে ২০ জনকে মুক্তি দিয়েছে জঙ্গিরা। এ বার মুক্তি পেল আরও ৮২ জন। প্রেসিডেন্টের দফতরের তরফে টুইট করে জানানো হয়েছে, সুইৎজারল্যান্ড ও আন্তর্জাতিক রেডক্রস কমিটি বোকো হারামের সঙ্গে বন্দি বিনিময়ের একটি চুক্তি করে। সেই চুক্তির জেরেই ৮২ জন ছাত্রীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল বোকো হারাম। সেই মতো রবিবার মুক্তি পেল ৮২ ছাত্রী। তবে ওই ছাত্রীদের বিনিময়ে কত জন জঙ্গিকে ছাড়া হল, তা এখনও জানাতে যায়নি প্রশাসন।

রবিবার ঘরে ফিরছে মুক্তি পাওয়া ছাত্রীরা। ক্যামেরুন সীমান্তের কাছে বানকিতে মেডিক্যাল পরীক্ষার পরে উড়ানে তাদের বর্নো প্রদেশের রাজধানী মাইদুগুরিতে নিয়ে যাওয়া হবে। তার পর সেখান থেকে আবুজায়। সেখানে ওই ছাত্রীদের স্বাগত জানাতে হাজির হয়েছিলেন প্রেসিডেন্ট মুহম্মদু বুহারি।

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ৮২ জন ছাড়া পেলেও মুক্তির অপেক্ষায় এখনও দিন গুনছে অন্তত ১৯৫ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Boko Haram Kidnapping
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE