Advertisement
০৪ মে ২০২৪
International News

জঙ্গিমুক্তির বিনিময়ে অপহৃত ৮২ ছাত্রীকে মুক্তি দিল বোকো হারাম

নাইজেরিয়ায় তিন বছর আগে অপহৃত স্কুলছাত্রীদের মধ্যে আরও ৮২ জনকে মুক্তি দিল বোকো হারাম জঙ্গিরা। সরকারি সূত্রে জানানো হয়েছে, ছাত্রীদের বোর্নো স্টেটের বাঁকি শহর থেকে উদ্ধার করা হয়েছে।

গত অক্টোবরে মুক্তি পাওয়া চিবকের স্কুল ছাত্রীরা। ছবি: সংগৃহীত।

গত অক্টোবরে মুক্তি পাওয়া চিবকের স্কুল ছাত্রীরা। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ১৮:১৩
Share: Save:

নাইজেরিয়ায় তিন বছর আগে অপহৃত স্কুলছাত্রীদের মধ্যে আরও ৮২ জনকে মুক্তি দিল বোকো হারাম জঙ্গিরা। সরকারি সূত্রে জানানো হয়েছে, ছাত্রীদের বোর্নো স্টেটের বাঁকি শহর থেকে উদ্ধার করা হয়েছে। বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে, এ বারও বেশ কয়েক জন বোকো হারাম জঙ্গির মুক্তির বিনিময়েই ছাত্রীদের মুক্ত করেছে সরকার। যদিও সরকারি তরফে এই অভিযোগকে স্বীকার করা হয়নি। গত বছরের অক্টোবরেই চিবকের ২১ জন স্কুলছাত্রীকে মুক্তি দিয়েছিল বোকো হারাম জঙ্গিরা। তাঁদের মুক্তির পর পরই নাইজেরিয়া সরকার ঘোষণা করেছিল খুব শীঘ্রই আরও ছাত্রীদের মুক্ত করা হবে জঙ্গিদের কবল থেকে। সেই ঘোষণার ঠিক সাত মাসের মাথায় আরও ৮২ জনকে মুক্তি দিল জঙ্গিরা।

আরও পড়ুন: ৮৫ বছরে ফের এভারেস্টে উঠতে গিয়ে বেস ক্যাম্পে মারা গেলেন ইনি

২০১৪-র এপ্রিলে চিবকের বোর্নো স্টেটের এক সরকারি স্কুলে হামলা চালিয়ে ২৭৬ জন ছাত্রীকে অপহরণ করে ট্রাকে তুলে নিয়ে যায় সশস্ত্র বোকো হারাম জঙ্গিরা। সেই ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় হয়। অপহরণের পর ছাত্রীদের কোনও খবরই পাওয়া যায়নি একটা দীর্ঘ সময় ধরে। বিভিন্ন সূত্র মারফত নানান রকম খবর আসছিল। কোনও সূত্রের দাবি ছিল, ছাত্রীদের জোর করে ধর্মান্তরণ করে উগ্র ইসলামিক জঙ্গিদের সঙ্গে বিয়ে করতে বাধ্য করা হয়। বেশ কয়েকজন ছাত্রীকে মানববোমা হিসাবেও তৈরি করা হয়েছে বলে খবর। কোনও কোনও সংবাদমাধ্যমে খবর হয়, অপহৃত ছাত্রীদের স্রেফ যৌনদাসী হিসেবে ব্যবহার করছে জঙ্গিরা। এ সব জল্পনার মধ্যেই গত দু’বছর ধরে বোকো হারামের সঙ্গে আলোচনা চালাতে থাকে নাইজেরিয়া সরকার। অবশেষে গত বছরেই ২১ জনকে মুক্তি দেয় জঙ্গিরা। অপহৃত ছাত্রীদের মুক্তির জন্য দীর্ঘ দিন ধরেই মধ্যস্থতার কাজ করছে সুইজারল্যান্ড সরকার এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। ৮২ ছাত্রীর মুক্তির পর নাইজেরিয়ার প্রেসিডেন্টের ব্যক্তিগত সচিব বশির আহমদ টুইট করে জানান, এটা একটা বিশাল সংখ্যা। নাইজেরিয়ার প্রশাসন সূত্রে জানানো হয়, আলোচনা চলছে যাতে বাকি ছাত্রীদেরও মুক্তির ব্যবস্থা করা যায়।

মেয়েদের ফিরে পেয়ে আপ্লুত বাবা-মায়েরা। দীর্ঘ তিন বছর পর মুক্তির স্বাদ পেয়ে যেন আনন্দের জোয়ার বইছে চিবকে। পাশাপাশি, একটা বেদনাতুর পরিবেশও তৈরি হয়েছে সেখানে। কেননা এখনও ১৯৫ জন ছাত্রী জঙ্গিদের কবলে। অপহৃত হওয়া ছাত্রীদের পরিবারগুলো জানায়, সরকারের ঘোষণার পর থেকেই চরম উদ্বেগে ছিল তারা। কত ছাত্রীকে মুক্তি দেবে জঙ্গিরা তা নিয়ে স্পষ্ট কিছুই জানায়নি প্রশাসন। তবে তাঁদের আরও প্রত্যাশা ছিল বলে জানায় এক পরিবার।

মূলত উত্তর-পূর্ব নাইজেরিয়া বোকো হারামদের শক্ত ঘাঁটি। সেখান থেকেই দেশের বিভিন্ন প্রান্তে অপারেশন চালায় তারা। তাদের হামলায় গত কয়েক বছরে ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। প্রায় ২৬ লক্ষ মানুষ এই জঙ্গিগোষ্ঠীর ভয়ে ঘরছাড়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE