Advertisement
০২ মে ২০২৪
National News

মাঝ আকাশে ভুয়ো বোমার আতঙ্ক! ২৩৬ যাত্রী নিয়ে নিরাপদে সিঙ্গাপুরে নামল বিমান

সোমবার সকালে মুম্বই বিমানবন্দর থেকে ওড়ার পর বিমানটি তখন মাঝ পথে। গন্তব্য সিঙ্গাপুর।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের সেই বিমান। ছবি- এএফপি

সিঙ্গাপুর এয়ারলাইন্সের সেই বিমান। ছবি- এএফপি

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ১৩:৩৩
Share: Save:

বিমানবন্দরের গ্রাউন্ড কন্ট্রোলে ফোন করে জানানো হল, বোমা রাখা আছে আকাশে থাকা সিঙ্গাপুর এয়ারলাইন্সের ‘এসকিউ-৪২৩’ উড়ানে। সোমবার সকালে মুম্বই বিমানবন্দর থেকে ওড়ার পর বিমানটি তখন মাঝ পথে। গন্তব্য সিঙ্গাপুর। মুম্বই বিমানবন্দরের কর্মী থেকে শুরু করে পাইলট ও ক্রু-রা গ্রাউন্ড কন্ট্রোলের পাঠানো সেই বিপদ সংকেত পেয়েই সতর্ক হয়ে উঠলেন। শুরু হয় খোঁজাখুঁজি। বিমানটিতে ছিলেন ২৩৬ জন যাত্রী।

উদ্বিগ্ন হয়ে পড়বেন ভেবে যাত্রীদের প্রথমে কিছুই জানাননি বিমানকর্মীরা। পরে বিমানের কর্মীদের অস্বাভাবিক ব্যস্ততা দেখে বিপদ আঁচ করতে পারেন যাত্রীরা। চেঁচামেচি শুরু হয়ে যায়।

শেষ পর্যন্ত মঙ্গলবার সকাল ৮টায় নিরাপদেই সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

আরও পড়ুন- ইভিএম-এ স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্টও

আরও পড়ুন- বাড়িতে ঢুকে স্ত্রীকে আটকে রাখলেন ছাত্রেরা, ক্ষুব্ধ জেএনইউ উপাচার্য​

পরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ঘটনাটির তদন্ত হচ্ছে। কে বা কারা ওই ভুয়ো ফোন করেছিলেন, তা খুঁজে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE