কোভিড প্রতিষেধকের অপেক্ষায় দিন গুনছে গোটা বিশ্ব। নিজের দেশেও সম্ভাব্য প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। কিন্তু তিনি নিজে কোনও প্রতিষেধক নেবেন না। জানিয়ে দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। প্রতিষেধক না নেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে বলে জানিয়েছেন তিনি।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে গিয়ে বৃহস্পতিবার নিজের অবস্থান জানান বলসোনারো। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘সাফ জানিয়ে দিচ্ছি, আমি কোনও প্রতিষেধক নেব না। এটা আমার অধিকারের মধ্যে পড়ে।’’ শুধু তাই নয়, মাস্কের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সংক্রমণ প্রতিরোধ করতে মাস্ক আদৌ সক্ষম কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন।
কোভিডের প্রকোপে মৃত্যুর নিরিখে এই মুহূর্তে বিশ্বে দ্বিতীয় স্থানে ব্রাজিল। এখনও পর্যন্ত ১ লক্ষ ৭১ হাজার ৪৬০ রোগীর মৃত্যু হয়েছে সেখানে। জুলাই মাসে বলসোনারো নিজেও করোনায় আক্রান্ত হন। তিন-তিন বার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে।