৩৮ বছরের দাভে গিলদিয়া। লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সিটেল যাবেন বলে বুক করেছিলেন ব্রিটিশ এয়ারওয়েজের বিমান। এ জন্য ওই এয়ারওয়েজের বিমানের ৬৪কে আসটি বরাদ্দ করা হয়েছিল। কিন্তু বিমানে ওঠার পর ওই আসনে বসে যে দুঃসহ অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন তিনি। সেই অভিজ্ঞতার কথা বলে টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন ওই ব্যক্তি। তারপরই তাঁর দাবিতে সরব নেটিজেনরা।
ওই ব্যক্তি জানিয়েছেন, বিমানে বসে কিছু দূর যাওয়ার পর তিনি লক্ষ্য করেন তাঁর আসনের গায়ে কিছু লেগে রয়েছে। কী লেগে রয়েছে দেখতে গিয়েই চোখ কপালে ওঠে তাঁর। তিনি দেখেন, তাঁর সিটে বমি শুকিয়ে লেগে রয়েছে। এই দেখে স্বাভাবিকভাবেই মেজাজ হারান ওই ব্যক্তি। বিমানে থাকা কেবিন ক্রু-দের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান তিনি। কিন্তু বিমান সংস্থার বিরুদ্ধে অভিযোগ, ওই ব্যক্তিকে কোনও রকম সহায়তা করা হয়নি।
ঘটনার পর এক ব্রিটিশ সংবাদমাধ্যমকে ওই ব্যক্তি বলেছেন, ‘‘আমি যখন অভিযোগ জানাতে যায়, তখন আমাকে বলা হয়- বোর্ডিংয়ের সময় কী এ রকম ছিল?’’ এই ঘটনার জন্য উড়ান কর্তৃপক্ষের তরফে তাঁর কাছে কোনও ক্ষমা চাওয়া হয়নি বলেও দাবি করেছেন গিলদিয়া নামের ওই ব্যক্তি।