বাড়ির পিছনে বাগান। এতো বহু বাড়ির ক্ষেত্রেই স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেই বাগানেই যদি থাকে ৪০টি কুমির! এমনই এক বাড়িতে থাকেন এনজেনদেরা অ্যালবার্ট।
৪০টি কুমিরের সঙ্গে নিত্য বসবাস আফ্রিকার বুরুন্ডির গাতুম্বার এই ব্যক্তির। কুমিরকে ভালবেসে নিজের বাগানেই রেখে দিয়েছেন এতগুলি কুমির!
এনজেনদেরো জানিয়েছেন, ১৯৯৪ সালে গাতুম্বাতে এসে তিনি দেখেন যে সেখানে কুমিরের মাংস খুবই জনপ্রিয় খাদ্য। কিন্তু তার জন্য এত ব্যাপক পরিমাণে কুমির মারা হতে থাকে যে, ক্রমশই কমে যাচ্ছিল কুমিরের সংখ্যা। সেই ভয়াবহ প্রবণতা থেকে কুমিরদের রক্ষা করবার জন্যই সেই সময় এই পদক্ষেপ করেন তিনি।
একদম শুরুতে তিনি ১২টি কুমির কিনে আনেন তাঁর বাগানে। কিন্তু বেশ কয়েকটি কুমির মরে যায়। তবু তাতেও দমে না গিয়ে চেষ্টা চালিয়ে যান তিনি। এই মুহূর্তে ৪০টি কুমির তাঁর বাগানে থাকলেও ভবিষ্যতে কুমিরদের জন্য আরও বড় একটি বাগান তৈরি করবার ইচ্ছা আছে তাঁর বলে জানিয়েছেন অ্যালবার্ট।
আরও পড়ুন: জ্যাকেটের হুড ধরে বাচ্চাকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন বাবা!