Advertisement
২৭ এপ্রিল ২০২৪
China

China Battleship: সবচেয়ে বড় এবং আধুনিক যুদ্ধজাহাজ দিল চিন, বিপুল ক্ষমতা বাড়ল পাক নৌবাহিনীর

‘পিএনএস তুঘ্রিল’ প্রযুক্তিগত ভাবে উন্নত এবং ভূমি থেকে ভূমি, ভূমি থেকে আকাশ কিংবা জলের তলায় শত্রু নিকেশে সমান কার্যকরী।

ক্রমশ শক্তি বাড়াচ্ছে পাকিস্তান।

ক্রমশ শক্তি বাড়াচ্ছে পাকিস্তান। ফাইল ছবি।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২১ ১৩:৩৩
Share: Save:

চিনের কাছ থেকে আধুনিক যুদ্ধজাহাজ পেল পাকিস্তান। সে দেশের সরকারি সংবাদমাধ্যম সূত্রে দাবি, এর আগে এত বড় যুদ্ধজাহাজ রফতানি করেনি চিন।

চিনের স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশন লিমিটেড (সিএসএসসি) তৈরি করেছে এই পেল্লায় যুদ্ধজাহাজটি। চিনের সরকারি সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’ জানাচ্ছে, সাংহাইয়ে একটি অনুষ্ঠানে জাহাজটি আনুষ্ঠানিক ভাবে পাক নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। যুদ্ধজাহাজটির নাম দেওয়া হয়েছে ‘পিএনএস তুঘ্রিল’। এর ফলে পাকিস্তানের নৌবাহিনীর শক্তি এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল বলে সে দেশের সেনা সূত্রে দাবি করা হয়েছে।

গ্লোবাল টাইমসের দাবি, ‘পিএনএস তুঘ্রিল’ প্রযুক্তিগত ভাবে অত্যন্ত উন্নত এবং ভূমি থেকে ভূমি, ভূমি থেকে আকাশ কিংবা জলের তলায় শত্রু নিকেশে সমান কার্যকরী। পাশাপাশি রয়েছে নজরদারির ক্ষমতা। শত্রুপক্ষের যে কোনও হামলা মোকাবিলায় সক্ষম এই রণতরী।

চিনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, এর আগে এত বড় এবং এত আধুনিক প্রযুক্তি সম্পন্ন রণতরী রফতানি করেনি চিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

China pakistan Chinese Army
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE