আরিয়ান মাদক মামলা রাজনৈতিক মোড়় নিতে নিতে এখন নবাব মালিক বনাম দেবেন্দ্র ফডণবীসের ‘যুদ্ধে’ পরিণত হয়েছে। একের পর এক অভিযোগের বাণ পরস্পরের দিকে ছুড়ে চলেছেন দুই নেতা। যা বুধবার আরও বড় আকারে প্রকাশ্যে এসেছে। এ বার বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীসের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ আনলেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিক।
মঙ্গলবারই নবাব হুঁশিয়ারি দিয়েছিলেন বুধবার তিনি ‘হাইড্রোজেন বোমা’ ফাটাতে চলেছেন। সেই কথা মতো বুধবার ফডণবীসের বিরুদ্ধে ফের অন্ধকার জগতের সঙ্গে যোগাযোগের অভিযোগ আনলেন তিনি। শুধু অভিযোগ আনাই নয়, দাউদ-ঘনিষ্ঠ রিয়াজ ভাট্টির সঙ্গে ফডণবীসের যে ভাল যোগাযোগ ছিল সেই দাবিও করেন তিনি।
নবাবের অভিযোগ, ফডণবীস যখন মহারাষ্ট্রের ক্ষমতায় ছিলেন সে সময় কয়েকটি গুরুত্বপূর্ণ পদে এমন কিছু নিয়োগ করেছিলেন যাঁদের পাকিস্তানের সঙ্গে ‘যোগাযোগ’ ছিল। শুধু তাই নয়, মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র আঞ্চলিক অধিকর্তা সমীর ওয়াংখেড়েকে কাজে লাগিয়ে জাল টাকার চক্রকে নিরাপত্তা দিতেন ফডণবীস, এমন অভিযোগও করেন নবাব।