চিনের কিংদাও শহরের বন্দরে আমদানিকৃত একটি হিমায়িত সামুদ্রিক মাছের প্যাকেটের উপর থেকে সক্রিয় নভেল করোনাভাইরাস পাওয়া গিয়েছে। চিনের শুল্ক দফতর জানিয়েছে, এর জেরে ভারতের ‘বসু ইন্টারন্যাশনাল’ সংস্থা থেকে এক সপ্তাহের জন্য মাছ আমদানি বন্ধ করেছে তারা। শি চিনফিংয়ের প্রশাসনের দাবি, এই প্রথম বিদেশ থেকে পাঠানো কোল্ড-চেনে কোনও প্যাকেটের বাইরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলল। তবে ওই আমদানিকৃত সামগ্রী থেকে তেমন সংক্রমণ ছড়ায়নি বলেও দাবি করেছে তারা।
গত জুলাইয়ে আমদানি করা একটি চিংড়ির প্যাকেটের ভিতরে করোনাভাইরাস পাওয়া গিয়েছিল। তার পরেই বিদেশ থেকে হিমায়িত চিংড়ি আমদানির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বিদেশ থেকে আসা জিনিসপত্রে ভাইরাস রয়েছে কি না, তা পরীক্ষার উপরে নজরদারি আরও বাড়ানো হয়েছে। চিনের সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর দাবি, বিশ্বে এই প্রথম হিমায়িত খাবারের প্যাকেটের বাইরে থেকে করোনার সন্ধান মিলল।
সম্প্রতি কিংদাও শহরে করোনা সংক্রমণ বেড়ে গিয়েছিল। কী ভাবে সংক্রমণ ছড়ালো তা নিয়ে তদন্ত শুরু করে স্থানীয় প্রশাসন। সিডিসি-কে উদ্ধৃত করে চিনের সরকারি সংবাদমাধ্যমে বলা হয়েছে, সংক্রমণের উৎস খুঁজতে গিয়ে বিদেশ থেকে আসা প্যাকেটের উপরে করোনাভাইরাসের উপস্থিতির খবর সামনে আসে।
সরকারি সংবাদমাধ্যমে বলা হয়েছে, কিংদাওয়ের যে সব বাজারে বিদেশ থেকে আসা খাবারের প্যাকেটগুলি গিয়েছিল, সেখান থেকে করোনা সংক্রমণ হতে পারে। তবে সংক্রমণ হয়েছে খুব কমই। সিডিসি-র যুক্তি, দেশের বাইরে থেকে আসা প্যাকেটগুলি নিয়মিত পরীক্ষা করা হয়। মাত্র ২২টি প্যাকেটে করোনাভাইরাসের সন্ধান মিলেছে। আজ উহান পুরসভার স্বাস্থ্য কমিশন জানিয়েছে, ব্রাজ়িল থেকে আসা বিফের প্যাকেটে করোনাভাইরাস পাওয়া গিয়েছে।