Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Astronauts

চিনের তিয়ানগঙ স্পেস স্টেশন থেকে মহাশূন্যে হেঁটে বেড়ালেন দুই মহাকাশচারী, পাঠালেন সেই ছবিও

আমেরিকা আন্তর্জাতিক স্পেস স্টেশনের তালিকা থেকে চিনকে বাদ দেওয়ার পর শি জিনপিংয়ের দেশ নিজেদের স্পেস স্টেশন তৈরিতে উদ্যোগী হয়। সেই তিয়ানগঙ তৈরির কাজ এখন শেষের পথে।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৪:৪৯
Share: Save:

চিনের মহাকাশচারীরা শনিবার হেঁটে বেড়ালেন মহাশূন্যে। পৃথিবীতে পাঠালেন সেই ছবিও। চিন মহাকাশে একটি নতুন স্পেস স্টেশন তৈরি করেছে। নাম দিয়েছে ‘তিয়ানগঙ’।

দুই মহাকাশচারী কাই জুঝহে এবং চেন ডং তিয়ানগঙ স্পেস স্টেশনের বাইরে একটি পা রাখার জায়গা তৈরি করেন। জরুরি পরিস্থিতিতে যাতে বাইরে থেকে স্পেস স্টেশনের দরজা খোলা যায় সে জন্য দরজার একটি হাতলও লাগিয়েছেন তাঁরা। এ বছরের শেষ নাগাদ স্পেস স্টেশনটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। চিনের জিনহুয়া সংবাদ সংস্থা সূত্রে এমনই জানানো হয়েছে।

আমেরিকা আন্তর্জাতিক স্পেস স্টেশনের তালিকা থেকে চিনকে বাদ দেওয়ার পর শি জিনপিংয়ের দেশ নিজেদের স্পেস স্টেশন তৈরিতে উদ্যোগী হয়। সেই তিয়ানগঙ তৈরির কাজ এখন শেষের পথে।

চিনের দুই মহাকাশচারী ছ’মাসের জন্য মহাকাশে গিয়েছেন। তাঁরা স্পেস স্টেশন তৈরির কাজ তদারকি করার পাশাপাশি এই সংক্রান্ত অন্যান্য কাজও করবেন। পৃথিবীতে প্রতিনিয়ত ছবি পাঠানোর কাজও চলবে পাশাপাশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astronauts China
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE