Advertisement
০৫ মে ২০২৪
Boris Johnson

সুস্থ হয়ে ছাড়া পেলেন বরিস

করোনা আক্রান্ত হয়ে তিন রাত আইসিইউতে কাটানোর পরে বৃহস্পতিবার সাধারণ ওয়ার্ডে দেওয়া হয় বরিসকে।

বরিস জনসন। ছবি: পিটিআই।

বরিস জনসন। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২০ ০৪:৪৩
Share: Save:

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে প্রথমেই তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা জাতীয় স্বাস্থ্য পরিষেবার (এনএইচএস) কর্মীদের ধন্যবাদ জানালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। লন্ডনের সেন্ট টমাস হাসপাতালের ডাক্তারদের উদ্দেশে ৫৫ বছরের বরিস বলেন, ‘‘আমি ওঁদের কাছে কৃতজ্ঞ। কী ভাবে তাঁদের ধন্যবাদ জানাব জানি না।’’

করোনা আক্রান্ত হয়ে তিন রাত আইসিইউতে কাটানোর পরে বৃহস্পতিবার সাধারণ ওয়ার্ডে দেওয়া হয় বরিসকে। ডাউনিং স্ট্রিটের তরফে জানানো হয়েছে, সুস্থ হলেও এখনই কাজে যোগ দেবেন না তিনি। আপাতত নিজের বাড়ি চেকার্স-এ সময় কাটাবেন। বরিসের অন্তঃসত্ত্বা বান্ধবী ক্যারি সাইমন্ডসও টুইট করেছেন, ‘‘পাশে থাকার জন্য প্রত্যেককে ধন্যবাদ। গত সপ্তাহে সত্যিই আমরা অন্ধকার সময় কাটিয়েছি। এই পরিস্থিতিতে থাকা প্রত্যেকের প্রতি সমবেদনা জানাই।’’ তিনি আরও বলেন, ‘‘সেন্ট টমাস হাসপাতালের কর্মীদের ধন্যবাদ। আপনাদের ঋণ কোনও দিন শোধ করতে পারব না।’’ করোনার উপসর্গ দেখা দেওয়ায় ক্যারি নিজেও আইসোলেশনে ছিলেন। বরিসের
বাবা স্ট্যানলি জনসন ছেলেকে সুস্থ হয়ে ওঠার জন্য সময় নেওয়ার পরামর্শ দিয়েছেন।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Boris Johnson Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE