Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Coronavirus

করোনাভাইরাস: ইরানে মৃত্যু কত, ধন্দে আন্তর্জাতিক বিশেষজ্ঞেরা

তেহরানে স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র আজ জানিয়েছেন, এখনও পর্যন্ত নোভেল করোনাভাইরাসে ৫৪ জনের মৃত্যু হয়েছে।

ছবি: রয়টার্স।

ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
তেহরান শেষ আপডেট: ০২ মার্চ ২০২০ ০২:৪১
Share: Save:

৫৪ না ৩০০? করোনাভাইরাসের আক্রমণে ইরানে মৃতের সংখ্যাটা আসলে কত, তা নিয়ে ধন্দে আন্তর্জাতিক বিশেষজ্ঞেরা।

তেহরানে স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র আজ জানিয়েছেন, এখনও পর্যন্ত নোভেল করোনাভাইরাসে ৫৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। দেশের উপস্বাস্থ্যমন্ত্রী তো ছিলেনই, সম্প্রতি আক্রান্ত হয়েছেন ভাইস প্রেসিডেন্টও। কিন্তু ইরানের কিছু নিষিদ্ধ স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, মৃত্যু ও আক্রান্তের আসল সংখ্যা গোপন রেখেছে তেহরান। বেশ কিছু বিদেশি সাংবাদিক ও ভাইরাস বিশেষজ্ঞেরও দাবি, ইরানে তিনশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ১৮ হাজার।

অবশ্য ইরানের স্বাস্থ্য মন্ত্রকের দাবি, তাদের পরিসংখ্যানই ঠিক। তেহরানের অভিযোগ, আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলির সংবাদমাধ্যম মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়িয়ে বলছে। ইরানে আটকে রয়েছেন প্রায় তিনশো ভারতীয়। অধিকাংশই জম্মু-কাশ্মীরের ছাত্র। রয়েছেন কেরলের মৎস্যজীবীরাও। তাঁদের ফেরাতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লেখেন কংগ্রেস সাংসদ শশী তারুর। একই অনুরোধ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। জয়শঙ্কর টুইটারে লিখেছেন, ‘‘কাদের ফেরানো যাবে, সেই ব্যাপারে পরীক্ষার বন্দোবস্তের জন্য ইরান সরকারের সঙ্গে সমন্বয় রেখে চলছেন তাঁরা।’’ ইরানে ভারতীয় রাষ্ট্রদূত গদ্দাম ধর্মেন্দ্র কাল জানান, দেশে ফিরতে ইচ্ছুকদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।

চিনের বাইরে ইরানেই এই ভাইরাসের আক্রমণে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। চিনের সঙ্গে এখনও উড়ান যোগাযোগ বিচ্ছিন্ন করেনি ইরান। অনেকেই বলছেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চিন এখনও ইরান থেকে তেল আমদানি করে। ফলে বেজিং যাতে ক্ষুব্ধ না-হয়, তাই উড়ান যোগাযোগ চালু রেখেছে তেহরান। যা সংক্রমণের সম্ভাবনা অনেকখানি বাড়িয়েছে। ইটালির ছবিটাও সুখকর নয়। এক হাজারেরও বেশি মানুষ আক্রান্ত। মৃত ৩৪। পোপের অসুস্থতা নিেয় আজ ভ্যাটিকান জানিয়েছে, পোপের সর্দিকাশি হয়েছে তাঁর। পোপ আজ জানান, ঠান্ডা লাগার জন্য দক্ষিণ ইটালির সফর বাতিল করেছেন তিনি। সংক্রমণের আশঙ্কায় আজ থেকে বন্ধ প্যারিসের লুভ্‌র মিউজিয়াম।

চিনের দাবি, কাল পর্যন্ত মৃতের সংখ্যা ২,৮৭০। আক্রান্ত ৭৯ হাজার ছাড়িয়েছে। বিশ্বে আক্রান্ত ৮৭ হাজার। সংক্রমণের আশঙ্কায় জাপানে সুমো প্রতিযোগিতা হবে বন্ধ ঘরে। সাত দিনের জন্য আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ রাখার কথা জানিয়েছে পাকিস্তান। মেক্সিকোয় ছড়াচ্ছে সংক্রমণ। আক্রান্ত ইটালি-ফেরত চার জন । ব্রিটেনেও নতুন করে ১২ জনের শরীরে সংক্রমিত হয়েছে এই ভাইরাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Iran
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE