Advertisement
E-Paper

কাছে আসছে সীমান্তপারের সন্ত্রাসে বিদ্ধ ভারত-বেলারুস

এক জনের প্রতিবেশী পাকিস্তান। আর এক জনের ইউক্রেন। এই দুই প্রতিবেশী রাষ্ট্রের কারণেই সন্ত্রাস সমস্যায় জর্জরিত ভারত এবং বেলারুস। তাই সন্ত্রাস দমনে ভারতের সঙ্গে একযোগে লড়ার প্রতিশ্রুতি দিল বেলারুস। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বেলারুস সফরের পর এই সিদ্ধান্ত নিল উভয় পক্ষ। এ ছাড়া প্রতিরক্ষা ক্ষেত্রেও প্রযুক্তি বিনিময়ের উপর জোর দিয়েছে উভয় দেশ। ভারতের মতোই প্রতিবেশী ইউক্রেনের কারণে সন্ত্রাসবাদী সমস্যায় ভুগছে বেলারুসও। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, রাশিয়া-ঘনিষ্ঠ বেলারুস তাই আগামী দিনে ভারতের সঙ্গে সন্ত্রাস সম্পর্কিত তথ্য বিনিময়ের উপর জোর দিয়েছে।

অনমিত্র সেনগুপ্ত

শেষ আপডেট: ০৮ জুন ২০১৫ ০২:৫৯
বেলারুশে রাষ্ট্রপতি। ছবি: পিটিআই।

বেলারুশে রাষ্ট্রপতি। ছবি: পিটিআই।

এক জনের প্রতিবেশী পাকিস্তান। আর এক জনের ইউক্রেন। এই দুই প্রতিবেশী রাষ্ট্রের কারণেই সন্ত্রাস সমস্যায় জর্জরিত ভারত এবং বেলারুস। তাই সন্ত্রাস দমনে ভারতের সঙ্গে একযোগে লড়ার প্রতিশ্রুতি দিল বেলারুস। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বেলারুস সফরের পর এই সিদ্ধান্ত নিল উভয় পক্ষ। এ ছাড়া প্রতিরক্ষা ক্ষেত্রেও প্রযুক্তি বিনিময়ের উপর জোর দিয়েছে উভয় দেশ।

ভারতের মতোই প্রতিবেশী ইউক্রেনের কারণে সন্ত্রাসবাদী সমস্যায় ভুগছে বেলারুসও। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, রাশিয়া-ঘনিষ্ঠ বেলারুস তাই আগামী দিনে ভারতের সঙ্গে সন্ত্রাস সম্পর্কিত তথ্য বিনিময়ের উপর জোর দিয়েছে। যাতে ভবিষ্যতে সন্ত্রাস দমন, জঙ্গি বিনিময়ের মতো প্রশ্নে একযোগে ইতিবাচক পদক্ষেপ করতে পারে দু’দেশ।

দু’দিনের বেলারুস সফরে সন্ত্রাস প্রশ্নে প্রণব মুখোপাধ্যায়কেও বহু বার সরব হতে দেখা গিয়েছে। তাঁর মতে, সন্ত্রাস কোনও দেশের বা অঞ্চলের সমস্যা নয়। এটি আন্তর্জাতিক সমস্যা। বেলারুস বিশ্ববিদ্যালয়ে নিজের বক্তব্যে প্রণববাবু বলেন, ‘‘প্রতিবেশী দেশ থেকে ছড়িয়ে পড়া সন্ত্রাস আজ ভারতের মতোই বেলারুসের কাছেও চিন্তার বিষয়।’’ প্রণববাবুর মতে, সন্ত্রাস দমনে তাই বিভিন্ন দেশের মধ্যে আরও বেশি করে সঙ্ঘবদ্ধ ‘নেটওয়ার্ক’ গড়ে ওঠা প্রয়োজন। আন্তর্জাতিক গোষ্ঠীগুলিকে একযোগে কাজ করতে হবে।

সুইডেন সফরেও সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রণববাবু। সে দেশের উপসালা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘পশ্চিম এশিয়া-সহ গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে কী হচ্ছে? আমাদের বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমি নিশ্চিত, অন্তত সন্ত্রাসের প্রশ্নে আমরা একমত হব যে, সন্ত্রাসবাদীদের কোনও ধর্মের প্রতি শ্রদ্ধা নেই। তারা কেবল ধ্বংসে বিশ্বাস করে। সন্ত্রাসবাদীদের কারণে মানব সভ্যতার অস্তিত্ব আজ বিপন্ন হওয়ার মুখে।’’

এ দিকে সুইডেনের মতো বেলারুসও যে ভাবে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবিকে সমর্থন করছে তাতে আশাবাদী বিদেশ মন্ত্রক। প্রণববাবু বলেন, ‘‘নিরাপত্তা পরিষদে সদস্যপদ সংস্কারের দাবি সময়ের চাহিদা। আর তা যখন হবে তখন ওই দুই দেশ আমাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে।’’

বিদেশ মন্ত্রকের ব্যাখ্যা, গত কয়েক বছরে ইউরোপের অধিকাংশ দেশ ভারতের দাবির পক্ষে এসে দাঁড়িয়েছে। ফলে ভবিষ্যতে সংস্কারের প্রশ্নে ভোটাভুটি হলে ভারতের পক্ষেই পাল্লা ভারী হবে বলেই আশা করছে সাউথ ব্লক।

anamitra sengupta cross border terrorism india and belarus pranab mukhopadhyay belarus visit
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy