Advertisement
০২ মে ২০২৪

বন্দুকের সামনেও নির্বিকার বিক্রেতা

দোকানে হানা দিয়েছিল ডাকাত। মুখ ঢাকা কালো রুমালে। সঙ্গে পিস্তল। তবে তার চোখ রাঙানিকে পাত্তা না দিয়ে তখন তিনি ক্রেতাকে কাবাব পরিবেশন করতে ব্যস্ত। অগত্যা মুখ কাঁচুমাচু করে চম্পট দিল ডাকাত।

সংবাদ সংস্থা
ওয়েলিংটন শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৬ ০২:৪৬
Share: Save:

দোকানে হানা দিয়েছিল ডাকাত। মুখ ঢাকা কালো রুমালে। সঙ্গে পিস্তল। তবে তার চোখ রাঙানিকে পাত্তা না দিয়ে তখন তিনি ক্রেতাকে কাবাব পরিবেশন করতে ব্যস্ত। অগত্যা মুখ কাঁচুমাচু করে চম্পট দিল ডাকাত। নিউজিল্যান্ডের এই ঘটনার ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই লাখ খানেক বার ভিডিওটি দেখা হয়েছে।

ঘটনাটি ২৮ মে-র। ক্রাইস্টচার্চের কাছে একটি মিশরীয় কাবাবের দোকানে ঢুকে দোকানি আহমেদের মুখের সামনে পিস্তল ধরে হাতব্যাগের দিকে ইশারা করে এক ডাকাত। ভয় না পেয়ে অবলীলায় ক্রেতাদের কাবাব বিক্রি করতে থাকেন আহমেদ। ডাকাতের দিকেও এগিয়ে দেন এক প্লেট কাবাব। কাউন্টারে কয়েক সেকেন্ড বোকার মতো দাঁড়িয়ে থেকে সকলের নজর এড়িয়ে চম্পট দেয় সে।

পরে আহমেদ বলেন,‘‘জানতাম ও কোনও গুলি চালাবে না। ক্ষতি করবে না। তা হলেও বেশ ভয় পেয়ে গিয়েছিলাম।’’ বিপদের সময় বুদ্ধি-বিভ্রাট না হওয়ার জন্য ঈশ্বরকেও ধন্যবাদ জানান তিনি। বন্দুকধারীর খোঁজ করছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

dacoits new zealand
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE