Advertisement
০৪ মে ২০২৪

অস্ট্রেলিয়া যাচ্ছে যন্ত্রাংশ

পরীক্ষানিরীক্ষার জন্য অস্ট্রেলিয়া পাঠানো হচ্ছে মোজাম্বিকের উপকূল থেকে পাওয়া বিমানের ধ্বংসাবশেষ। সেখানেই দেখা হবে, ভাঙা অংশটি আদৌ ২০১৪ সালে নিখোঁজ হয়ে যাওয়া বিমান এমএইচ ৩৭০-এর কি না।

সংবাদ সংস্থা
কুয়ালা লামপুর শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৬ ০২:৪৭
Share: Save:

পরীক্ষানিরীক্ষার জন্য অস্ট্রেলিয়া পাঠানো হচ্ছে মোজাম্বিকের উপকূল থেকে পাওয়া বিমানের ধ্বংসাবশেষ। সেখানেই দেখা হবে, ভাঙা অংশটি আদৌ ২০১৪ সালে নিখোঁজ হয়ে যাওয়া বিমান এমএইচ ৩৭০-এর কি না।

অস্ট্রেলিয়ার পরিবহণমন্ত্রী বৃহস্পতিবার জানিয়েছেন, যে ভাঙা অংশটি পাওয়া গিয়েছে তা প্রায় এক মিটার লম্বা। সেটি যে কোনও বোয়িং ৭৭৭ বিমানেরই অংশ তা নিয়ে নিশ্চিত বিশেষজ্ঞরা। তবে তা দু’বছর আগের ৮ মার্চ ২৩৯ জন যাত্রীকে নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া এমএইচ ৩৭০-এরই অংশ কি না, সে বিষয়ে
সন্দেহ রয়েছে।

গত দু’বছর ধরে অস্ট্রেলিয়ার নেতৃত্বে এমএইচ ৩৭০-এর খোঁজ চলছে। চলতি বছরের জুলাই মাসের মধ্যে নিরুদ্দেশ বিমানটির কোনও খোঁজ না মিললে তদন্ত বন্ধ করে দেওয়ার কথাও ইতিমধ্যে ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। তার বিরোধিতা করে বৃহস্পতিবারই একটি আবেদনপত্র জমা দিয়েছেন নিখোঁজ বিমানের যাত্রীদের পরিবার। তাঁদের আর্জি, বিমানটির হদিস না মেলা পর্যন্ত যেন খোঁজ চালিয়ে যাওয়া হয়। কারণ, গত দু’বছর ধরে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mozambique aircraft Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE