আমেরিকায় খালিস্তানপন্থীদের হাতে আক্রান্ত অকালি নেতা ও দিল্লি গুরুদ্বার কমিটির প্রধান মনজিৎ সিংহ। ক্যালিফোর্নিয়ার যুবা সিটি গুরুদ্বারের সামনে খালিস্তানপন্থী স্লোগান দিতে দিতে তাঁকে মাটিতে ফেলে মারধর করার পর টেনে পাগড়ি খুলে নেয় এক দল লোক। এর পর তাঁর মুখে কালিও মাখিয়ে দেয় তিরিশ জনের ওই দলটি।
‘‘আমি আক্রান্ত। ওরা আমাকে মাটিতে ফেলে লাথি মেরেছে। এই হামলা নৃশংস।’’ ক্যালিফোর্নিয়া থেকে সংবাদ সংস্থাকে জানিয়েছেন তিনি। তাঁর এক সহযোগীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হামলাকারী সন্দেহে তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে ক্যালিফোর্নিয়া পুলিশ।
২০১৯ সালে গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকী। সেই অনুষ্ঠানের প্রস্তুতিতেই শিখ সম্প্রদায়ের সঙ্গে আলাপ আলোচনা করতে আমেরিকা গিয়েছিলেন মনজিৎ। এই সুযোগটাই বেছে নেয় খালিস্তানপন্থীরা বিক্ষোভকারীরা।