Advertisement
E-Paper

ঢাকায় আবার ঝটিকা মিছিল করল আওয়ামী লীগ, বিস্ফোরণের শব্দ! গ্রেফতার ১৩১ জন নেতা-কর্মী

মঙ্গলবার ঢাকা-১১ এলাকায় ‘নিষিদ্ধ রাজনৈতিক দল’ আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালীন বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পুলিশের অভিযোগ, জমায়েত থেকে বোমা ছোড়া হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ২০:৫৯
Despite prohibition, leaders and Workers of Bangladesh Awami League on road, holds another protest march in Dhaka

ঢাকার রাজপথে ঝটিকা মিছিল আওয়ামী লীগের নেতা-কর্মীদের। ছবি: সংগৃহীত।

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বধীন অন্তর্বর্তী সরকার ‘নিষিদ্ধ’ ঘোষণা করার পরে বাংলাদেশে রাজনৈতিক তৎপরতা বাড়াচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ। বিভিন্ন জেলার পাশাপাশি, ঢাকার রাজপথেও ঝটিকা মিছিল বার করছে জনবিক্ষোভে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দল। মঙ্গলবার এমনই এক ঝটিকা মিছিল ঘিরে উত্তেজনা ছড়াল বাংলাদেশের রাজধানী শহরে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘নিষিদ্ধ’ ঘোষিত প্রাক্তন শাসকদলের পক্ষে মিছিল করার অভিযোগে ১৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানাচ্ছে, মঙ্গলবার দুপুরে ঢাকা-১১ এলাকায় ‘নিষিদ্ধ রাজনৈতিক দল’ আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালীন বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পুলিশের অভিযোগ, জমায়েত থেকে বোমা ছোড়া হয়েছে।

অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১০ মে জুলাই গণ-অভ্যুত্থানকালে হত্যাযজ্ঞের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করেছে। ঘটনাচক্রে, চলতি বছরের ১০ মে ওই নিষেধাজ্ঞা জারির পরে হাসিনার দলের রাজনৈতিক তৎপরতা বেড়ে গিয়েছে। তাতে ভিড় হচ্ছে চোখে পড়ার মতো। এ পর্যন্ত হাজারেরও বেশি আওয়ামী নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ইউনূস সরকারের পুলিশ। ঢাকা পুলিশ জানিয়েছে, আজ সকালে আওয়ামী লীগের নেতা–কর্মীরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট ও মতিঝিলের রাজউক ভবনের গলিতে জড়ো হওয়ার চেষ্টা করলে বাধা দেওয়া হয়। এর পরে তেজগাঁও এলাকার সাতরাস্তা মোড়ে দুপুর পৌনে ১২টার দিকে একটি ঝটিকা মিছিল বার করা হয়। একে একে ধানমন্ডি, শেরেবাংলা নগর, পল্টন-সহ রাজধানীর কিছু এলাকাতেও মিছিল করেন আওয়ামী নেতা-কর্মীরা।

Bangladesh Awami League Bangladesh interim government Muhammad Yunus Protest March awami league Bangladesh Bangladesh Unrest dhaka
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy