Advertisement
২৬ মার্চ ২০২৩
Bizarre

জীবনে মদ্যপান করেননি, অথচ মূত্র দিয়ে বেরচ্ছে শুধুই অ্যালকোহল!

ওই মহিলার মূত্রে রয়েছে প্রচুর পরিমাণ অ্যালকোহলের উপস্থিতি। যদিও জীবনে কোনওদিন মদ্যাপান করেননি তিনি।

অ্যালকোহলের প্রতীকী চিত্র।

অ্যালকোহলের প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা 
পেনসিলভেনিয়া শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১২:৪৩
Share: Save:

আমেরিকার পেনসিলভেনিয়ার বাসিন্দা ৬১ বছরের এক মহিলা সম্প্রতি লিভার প্রতিস্থাপনের জন্য গিয়েছিলেন চিকিৎসকের কাছে। তাঁকে পরীক্ষা করার পর চোখ কপালে উঠেছে চিকিৎসকদের। কারণ, ওই মহিলার মূত্রে রয়েছে প্রচুর পরিমাণ অ্যালকোহলের উপস্থিতি। যদিও জীবনে কোনওদিন মদ্যপান করেননি তিনি। বিষয়টি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে চিকিৎসক মহলে।

Advertisement

মূত্রে অ্যালকোহলের অস্বাভাবিক উপস্থিতি দেখে ওই মহিলার বিভিন্ন রকম পরীক্ষা করান চিকিৎসকরা। সেখানে দেখা যায়, মূত্রে অ্যালকোহল প্রচুর থাকলেও, মহিলার রক্তে অ্যালকোহলের উপস্থিতি নেই। এর পর পিটসবার্গ মেডিক্যাল সেন্টারের চিকিৎসকরা ‌আরও বেশ কিছু পরীক্ষা করেন। তাতে দেখা যায়, ওই মহিলার সমস্যা আসলে মূত্রথলিতে। ইস্ট ফারমেন্টেশনের মাধ্যমে তাঁর মূত্রথলিতে শর্করা পরিণত হচ্ছে অ্যালকোহলে।

এই বিরল রোগকে চিকিৎসকরা ‘ইউরিনারি অটো-ব্রেয়েরি সিনড্রোম’ বলে চিহ্নিত করেছেন। যা চিরাচরিত অটো-ব্রেয়েরি সিনড্রোম থেকে আলাদা। অটো ব্রেয়ারি সিনড্রোম হলে রক্তে অ্যালকোহলের উপস্থিতি মেলে। কিন্তু ইউরিনারির ক্ষেত্রে তা হয় না।

বিষয়টি নিয়ে ইউনিভার্সিটি অব পিটসবার্গ মেডিক্যাল সেন্টারের মেডিক্যাল ডিরেক্টর কেনিচি তামামা বলেছেন, ‘‘সঠিক ভাবে এই রোগ নির্ণয় করতে পেরে আমরা খুশি।’’

Advertisement

আরও পড়ুন: টানা সওয়া আট ঘণ্টা প্ল্যাঙ্ক করে গিনেস বিশ্বরেকর্ড প্রাক্তন মার্কিন নৌ সেনার

আরও পড়ুন: লাইভ রিপোর্টিংয়ের সময় চালু হয়ে গেল ক্যামেরার ফিল্টার! তার পর কী ঘটল দেখুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.