গত কাল প্রায় ৯০ মিনিট ফোনে কথা হয়েছে আমেরিকা ও রাশিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে। ট্রাম্প বলেছেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে দ্রুত ইতি টানতে আগ্রহী তিনি। পুতিনও তাতে সায় দিয়েছেন। তবে ট্রাম্পের এই ঘোষণায় চাপে পড়েছে ইউক্রেন। এত দিন ধরে যে আমেরিকা তাদের পাশে ছিল, নতুন জমানায় তাদের ভোল বদলে আশঙ্কার মেঘ দেখছে কিভ।
গত কাল ট্রাম্প ইউক্রেন-রাশিয়ার দীর্ঘ যুদ্ধে ইতি টানতে খুব শীঘ্রই মধ্যস্থতা শুরুর কথা বললেও এ নিয়ে ইউক্রেনের সঙ্গে কোনও কথা হয়নি। যুদ্ধ শেষের প্রসঙ্গে কিভের সঙ্গে কোনও কথা হয়েছে কি না জানতে চাইলে ট্রাম্প মুচকি হেসেছেন আর সাংবাদিকদের বলেছেন, ‘‘প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ।’’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি আজ সাংবাদিকদের বলেছেন, ‘‘আমাদের সঙ্গে আলোচনা ছাড়া যুদ্ধবিরতির চুক্তি মেনে নেব না।’’
অন্য দিকে, পুতিনের সঙ্গে গত কালের আলোচনাকে ‘গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। যুদ্ধবিরতি ছাড়াও দু’দেশের মধ্যে কৃত্রিম মেধা, শক্তিক্ষেত্র, প্রতিরক্ষা-সহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। পুতিন ও ট্রাম্পের এই সখ্যকে ভাল চোখে দেখছে না ইউক্রেন। জ়েলেনস্কি বলেছেন, ‘‘ইউক্রেনকে বাদ দিয়ে ইউক্রেনের বিষয়ে কোনও আলোচনা হতে পারে না। ইউরোপকেও সেই আলোচনায় শামিল করতে হবে।’’ সংবাদ সংস্থা
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)