জি-২০ বৈঠকের ফাঁকে আলোচনায় বসার আগে পর্যন্ত হুঁশিয়ারি ছিল দু’দিক থেকেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমদানি শুল্ক বসতে পারে চিন থেকে তাঁদের দেশে আসা সব পণ্যের উপরে। আর পাল্টা শুল্ক বসানোর হুঁশিয়ারি দিয়ে চিন জানিয়ে দিয়েছিল, দু’পক্ষকেই কিছুটা করে পিছু হটতে হবে। না হলে সন্ধি অসম্ভব। শনিবার অবশ্য চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের সঙ্গে বৈঠকের পরে ট্রাম্প জানালেন, শুল্ক-যুদ্ধের সমাধানে ফের বৈঠক শুরু হবে। চিনের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন করে আমদানি শুল্ক না চাপানোর ব্যাপারে সম্মত হয়েছে আমেরিকা।
বৈঠকের পরে ট্রাম্প বলেন, ‘‘চিনের প্রেসিডেন্টের সঙ্গে আমাদের খুব ভাল বৈঠক হয়েছে। আমি তো বলব দুর্দান্ত!’’ সাংবাদিক বৈঠকে চিনের মোবাইল সংস্থা হুয়েই নিয়েও সুর নরম করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
দুই রাষ্ট্রনেতার আলোচনার আগেই বিশেষজ্ঞেরা বলেছিলেন, এই বৈঠকে নির্দিষ্ট কোনও সমঝোতা তৈরি হওয়ার সম্ভাবনা কার্যত নেই। কিন্তু যদি পরস্পরের পণ্যের উপরে নতুন করে আমদানি শুল্ক না চাপানোর ব্যাপারে তাঁরা সম্মত হন, তা হলেই বৈঠক সফল হয়েছে বলতে হবে। উল্লেখ্য, আমেরিকা ও চিনের মধ্যে শুল্ক-যুদ্ধ নিয়ে গত এক বছর ধরে উদ্বিগ্ন আন্তর্জাতিক বাণিজ্য মহল। শুল্ক-যুদ্ধ এবং ব্রেক্সিটের ধাক্কায় সারা বিশ্বের আর্থিক বৃদ্ধি শ্লথ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদেরা। ইতিমধ্যেই ইঙ্গিত পাওয়া গিয়েছে চিন-সহ কয়েকটি দেশের বৃদ্ধি ধাক্কা খাওয়ারও।