বিদেশ সচিব রেক্স টিলারসনকে বরখাস্ত করার ন’মাস পরও রাগ কমছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। টুইট করে নিজেরই নিয়োগ করা প্রাক্তন বিদেশ সচিবকে ‘অলস ও জড়বুদ্ধি সম্পন্ন’ বললেন তিনি। বৃহস্পতিবার রাতে তাঁকে ট্রাম্পের নির্দেশে বেআইনি কাজ করতে হত বলে অভিযোগ সামনে এনেছিলেন টিলারসন। সেই সমালোচনা সহ্য করতে না পেরেই নজিরবিহীন ভাষায় প্রাক্তন বিদেশ সচিবকে আক্রমণ করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট। আর তার জন্য বেছে নিলেন টুইটারকেই।
ঝামেলা অনেক পুরনো হলেও তা নতুন করে মাথাচাড়া দেয় বৃহস্পতিবার রাতে। টেক্সাসে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্পের সঙ্গে কাজ করার কিছু অভিজ্ঞতার কথা বলে ফেলেন টিলারসন। তাঁর কথায়, ‘‘ মাঝে মধ্যেই ট্রাম্প আমাকে বলত, ‘এটা করতে হবে, ওটা করতে হবে। আমি বলছি তাই করতে হবে’। আমি তখন বলতাম, মি: প্রেসিডেন্ট, আমি বুঝতে পারছি আপনি কী চাইছেন। কিন্তু এটা করা সম্ভব নয়, কারণ এটা বেআইনি।’’
ট্রাম্পকে নিয়ে টিলারসনের এই বক্তব্য সামনে আসার পরই টুইটারকেই পাল্টা আক্রমণের হাতিয়ার হিসেবে বেছে নিলেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজেরই প্রাক্তন বিদেশ সচিবকে তিনি বললেন, ‘অলস এবং জড়বুদ্ধি সম্পন্ন’।