যৌন নিগ্রহ কাণ্ডে ফের বিপাকে ডোনাল্ড ট্রাম্প। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করা যেতে পারে বলে জানিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। আদালত জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন। কিন্তু আইনের ঊর্ধ্বে নন তিনি। নিম্ন আদালতে আদালতে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করা যেতেই পারে।
মার্কিন মসনদে বসার আগে টেলিভিশনে ‘দ্য অ্যাপ্রেনটিস’ নামের একটি অনুষ্ঠানে সঞ্চালনা করতেন ডোনাল্ড ট্রাম্প। সেই অনুষ্ঠানের প্রতিযোগী, সামার জার্ভস ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলেছেন। মানহানির মামলা ঠুকেছেন। কিন্তু ক্ষমতায় থাকাকালীন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধেনিম্ন আদালতে মানহানির মামলা করা যাবে না বলে দাবি করেন ট্রাম্পের আইনজীবী মার্ক কাসোবিত্জ। মামলা বাতিল করতে আবেদন জানান তিনি। মার্কিন সংবিধানকে উদ্ধৃত করে বলেন, প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের মেয়াদ শেষ হলে মামলা করা যেতে পারে। তার আগে নয়।
কিন্তু ২০১৮ সালের মার্চ মাসে তাঁর যুক্তি খারিজ হয়ে যায় নিম্ন আদালতে। যার পর বৃহস্পতিবারনিউ ইয়র্কের আপিল আদালতেও তাঁর যুক্তি খারিজ হয়ে যায়। বিচারপতি ডায়ান রেনউইক নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির মধ্যে তিনজনই ট্রাম্পের বিরুদ্ধে মামলা চালিয়ে নিয়ে যাওয়ায় সায় দেন। বলা হয়, ‘‘প্রেসিডেন্ট হিসাবে অবশ্যই গুরুদায়িত্ব সামলাচ্ছেন ট্রাম্প। তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু প্রেসিডেন্ট হলেও আর পাঁচজনের মতো তিনি একজন মানুষ। তাই তিনিও আইনের ঊর্ধ্বে নন।’’