নোবেল শান্তি পুরস্কারের আশায় মাসখানেক আগেও নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরেছেন তিনি। দাবি করেছেন, বিশ্বের অন্তত ৮টি যুদ্ধ থামিয়েছেন। তবে পুরস্কার জোটেনি। গত সপ্তাহেই পুরনো সুর বদলে পরমাণু অস্ত্র পরীক্ষার কথা বলেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বার এক সাক্ষাৎকারে বিশ্বশান্তির প্রসঙ্গ টানলেও একই সঙ্গে সুর চড়িয়ে পরমাণু-হামলার হুঁশিয়ারি দিলেন তিনি। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বললেন, ‘‘আমেরিকার কাছে যে পরিমাণ পরমাণু অস্ত্র মজুত করা আছে, তাতে ১৫০ বার পৃথিবীকে ধ্বংস করেদেওয়া যাবে।’’
ওই সাক্ষাৎকারে পরমাণু নিরস্ত্রীকরণের কথাও বলেছেন ট্রাম্প। আমেরিকান প্রেসিডেন্ট বলেছেন, ‘‘পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে আমাদের কিছু করা উচিত। এই নিয়ে আমি চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছি। পরমাণু অস্ত্রের নিরিখে আমরা প্রথম। চাইলে এই পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করে দিতে পারি। রাশিয়া ও চিনের হাতেও প্রচুর পরমাণু অস্ত্র রয়েছে। আমাদের পরে দ্বিতীয় রাশিয়া, তৃতীয় চিন। তবে আগামী চার-পাঁচ বছরে ওরাও সমকক্ষ হয়ে উঠবে। কিন্তু তার কোনও প্রয়োজন নেই। সকলেই অন্য কিছুতে অর্থ খরচ করতে আগ্রহী। আমি বিশ্ব জুড়ে শান্তি চাই।’’
পরমাণু অস্ত্র পরীক্ষার প্রসঙ্গে তাঁর দাবি, রাশিয়া, চিনের মতো অনেকেই গোপনে পরমাণু অস্ত্র পরীক্ষা চালায়। সে সব প্রমাণ করা কঠিন। বহু দিন ধরে পেন্টাগন এই ধরনের পরীক্ষা বন্ধ রেখেছে। কিন্তু বাকিরা পরীক্ষা চালালে, আমেরিকাও পরমাণু অস্ত্র পরীক্ষা করবে। তিনি বলেন, ‘‘খুব শীঘ্র আপনারা দেখতে পাবেন। আমরা কিছু পরীক্ষা করতে চলেছি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)