ইংল্যান্ডের মিডল্যান্ডস অঞ্চলের এক ছোট্ট কাউন্টি ওয়ারউইকশায়ার। তার মধ্যে এক বহু প্রাচীন জনবসতি ওয়ারউইক লেমিংটন স্পা। সেই ছোট্ট শহরের আকাশে বাতাসে এখন শারদীয় দুর্গোৎসবের আগমনী সুর। কিছু অভিবাসী বাঙালির উদ্যোগে এই প্রথম এই শহরে অনুষ্ঠিত হতে চলেছে সর্বজনীন দুর্গাপুজো। মাটির গন্ধ আর আগমনীর সুরের টানে বিলেতের বুকে এক টুকরো বাংলা গড়ে তোলার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছে ‘ওয়ারউইকশায়ার সর্বজনীন’। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো দিয়েই তাদের যাত্রা শুরু।
এই পুজোর মূল ভাবনা ‘গ্রামবাংলা’। প্রবাসী বাঙালিরা এই পুজোঘিরে খুঁজে পান নতুন পারিবারিক বন্ধন। বিলেতের গ্রামে বাংলার গ্রামচিত্রসংস্কৃতি আদানপ্রদানের পরিচয় রাখে।
ওয়ারউইকে বসেই দুর্গামূর্তি নির্মাণ করছেন এক প্রবাসী বাঙালি। —নিজস্ব চিত্র।
ওয়ারউইকে বসেই দুর্গামূর্তি নির্মাণ করছেন এক প্রবাসী বাঙালি। ২৬শে সেপ্টেম্বর পুজোর শুভ উদ্বোধন করবেন রামকৃষ্ণ মিশন ও বেলুড় মঠের সন্ন্যাসী স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজ। কুমারী পূজা এ বারের বিশেষ আকর্ষণ।
প্রবাসে বাঙালির পুজো আজ শুধু লন্ডন, বার্মিংহাম বা ম্যানচেস্টারের মতো বড় শহরেই সীমাবদ্ধ নেই। ছোট ছোট শহর এবং গ্রামগুলিতেও এই মিলন উৎসবের সূচনা হচ্ছে। কাছাকাছি রাগবিতে একটি নতুন দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। সলিহুলেও গত তিন বছর ধরে দুর্গাপুজো বেশ জনপ্রিয় হয়েছে।
প্রবাসে থেকেও এক টুকরো বাংলার স্বাদ পেতে যারা আগ্রহী তাদের সকলকে নিয়ে এই উৎসবে চলার আমন্ত্রণ রইল। বিভিন্ন সুস্বাদু খাবারের স্টল থাকছে। বিশেষ আকর্ষণ— ‘সিটি অব জয়’ এবং ‘কলকাতা রোল কর্নার’।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)