Advertisement
২২ মে ২০২৪
Mark Rutte

মেঝে সাফ করছেন এই প্রধানমন্ত্রী!

স্বচ্ছতা কী ভাবে বজায় রাখতে হয় তার যেন উদাহরণ হয়ে উঠলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মেঝেয় পরিষ্কার করার ভিডিও ভাইরাল হয়েছে।

নিজের হাতেই ফ্লোর পরিস্কার করছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী।

নিজের হাতেই ফ্লোর পরিস্কার করছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জুন ২০১৮ ১২:২৯
Share: Save:

তাঁর সেবায় বহাল তামাম হাউজস্টাফ। কিন্তু তাঁদের অপেক্ষা না করে নিজেই কফি পড়ে নোংরা হয়ে যাওয়া পার্লামেন্টের মেঝে মুছে ঝকঝকে করলেন। অবাক হয়ে দাঁড়িয়ে দেখলেন হাউজস্টাফেরা। বিস্মিত হলেন উপস্থিত অন্য ব্যক্তিরা। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে। স্বচ্ছতা কী ভাবে বজায় রাখতে হয় তার যেন উদাহরণ হয়ে উঠলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মেঝেয় পরিষ্কার করার ভিডিও ভাইরাল হয়েছে। এই ব্যতিক্রমী ঘটনায় প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া।

ঠিক কী ঘটেছিল?

ওই দিন নেদারল্যান্ডের পার্লামেন্টে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মার্ক রুট। এক হাতে জরুরি কাগজপত্রের ফাইল এবং অন্য হাতে কফি নিয়ে ঢোকার সময়ই সিকিউরিটি গেটের কাছে অসাবধানবশত কফি কাপটা নীচে পড়ে যায়। তাঁর পাশে থাকা এক ব্যক্তি সঙ্গে সঙ্গেই হাউজস্টাফকে খবর দেন জায়গাটি পরিষ্কার করার জন্য। কিন্তু হাউজস্টাফের জন্য আর অপেক্ষা করেননি তিনি।

ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, হাউজস্টাফের থেকে প্রধানমন্ত্রী মার্ক নিজেই ফ্লোর ওয়াইপার নিয়ে পরিষ্কার করতে শুরু করেন। তাঁর এই কীর্তি দেখে প্রথমে হতভম্ব হয়ে যান হাউজস্টাফ এবং অন্যরা। প্রধানমন্ত্রী কিন্তু বেশ হাসিমুখেই সবটা পরিষ্কার করে ফেলেন।

আরও পড়ুন:

তোমার কোনও দোষ নেই, লিখেছিলেন মেয়েকে

এটাই অবশ্য প্রথম নয়। তিনি আগেও এমন কাজ করেছেন, যা সাধারণত কোনও প্রধানমন্ত্রী করেন না। গত বছর একটি মিটিংয়ে যোগদান করার জন্য তিনি দামি গাড়ির বদলে সাইকেল বেছে নিয়েছিলেন। সাইকেল চালিয়ে তিনি ওই মিটিংয়ে গিয়েছিলেন। যদিও নেদারল্যান্ডসে সাইকেল অন্যতম পরিবহণের মাধ্যম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mark Rutte Netherlands Prime Minister Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE