Advertisement
১০ ডিসেম্বর ২০২২
Couple

বয়সকে বুড়ো আঙুল দেখালেন এই দম্পতি, নেচে মাতালেন দর্শকদের

সেই নাচের ভিডিয়োটি রবিবার টুইটারে আপলোড করা হয়নামের অ্যাকাউন্ট থেকে। তারপরই ভাইরাল হয় ভিডিয়োটি।

এ ভাবেই নেচে মন জয় করেছেন ওই জার্মান দম্পতি। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

এ ভাবেই নেচে মন জয় করেছেন ওই জার্মান দম্পতি। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ১৩:৫১
Share: Save:

যুবক-যুবতীদের সঙ্গে বয়স্কদের নাচের বিস্তর ফারাক রয়েছে। যখন বয়স্করা কমবসয়ীদের সঙ্গে পাল্লা দিয়ে নাচে তখন তা সবাইকে আকর্ষণ করে। সে জন্যই ষাটোর্ধ্ব জার্মান যুগলের নাচ হয়ে উঠেছে ইন্টারনেট দুনিয়ায় নতুন আকর্ষণ।

Advertisement

৭০ বছরের ডায়েটমার হ্রেনট্রট ও তাঁর স্ত্রী ৬৪ বছরের নেলিয়া গিয়েছিলেন এক নৃত্য প্রতিযোগিতার এক অনুষ্ঠানে। সেখানে অনেকের মতোই তাঁরাও নাচেন। কিন্তু তাঁরা ঘুণাক্ষরেও টের পাননি তাঁদের নাচের ভিডিয়ো ক্যামেরাবন্দি হচ্ছে।

এই ঘটনাটি ঘটেছিল জার্মানির বাভারিয়াতে। ২০১৭ সালের কোনও এক সময়ে।

আরও পড়ুন: গুগলে ‘ভিখারি’ লিখলে আসছে পাক প্রধানমন্ত্রীর নাম!

Advertisement

সেই নাচের ভিডিয়োটি রবিবার টুইটারে আপলোড করা হয়নামের অ্যাকাউন্ট থেকে। তারপরই ভাইরাল হয় ভিডিয়োটি। অসংখ্য লাইকের পাশাপাশি প্রচুর মানুষ শুভেচ্ছা জানিয়েছেন ওই বৃদ্ধ দম্পতিকে। বৃদ্ধ বয়সে এনার্জিতে ভরপুর নাচের জন্য প্রশংসাও কুড়িয়েছেন ওই দম্পতি।

আরও পড়ুন: রয়্যাল এয়ার ফোর্সের অফিসার পদে যোগ দিয়ে ইতিহাস গড়লেন আলি এবং মনদীপ

(সারা বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়েবাংলায় খবরপেতে চোখ রাখুন আমাদেরআন্তর্জাতিকবিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.