Advertisement
১৭ মে ২০২৪

গ্যাস বেলুনে টাঙ্গাইলে পশ্চিমবঙ্গের নির্বাচনী পোস্টার!

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাহাড়ী অঞ্চলের একটি গ্রামের নাম আশারিয়াচালা। খুব একটা ঘন বসতি নেই। পাহারের গা ঘেষে গড়ে তোলা হয়েছে বিভিন্ন খামার।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৬ ০৩:৩৫
Share: Save:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাহাড়ী অঞ্চলের একটি গ্রামের নাম আশারিয়াচালা। খুব একটা ঘন বসতি নেই। পাহারের গা ঘেষে গড়ে তোলা হয়েছে বিভিন্ন খামার।

গত শুক্রবার রাতে সেই গ্রামের আতিকুর রহমান লিটুর পোল্ট্রি খামারের ঠিক ওপরে মাঝ আকাশে অদ্ভুত এক বস্তু এসে স্থির দাঁড়িয়ে থাকায় অনেকে ভয়ে পেয়ে যান। কেউ কেউ 'ড্রোন' ভেবে নিরাপদ দূরত্বে পালিয়েও যান। অজানা বস্তুটি কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকার পরে, ধীরে-ধীরে নীচে নেমে আসে। সাহস করে দু'-একজন এগিয়ে যান সামনে। দেখেন 'ড্রোন' নয়, এটি স্রেফ গ্যাস বেলুনে উড়ে আসা তৃণমূল কংগ্রেসের এক প্রার্থীর পোস্টার। প্রায় ডজন দেড়েক বেলুনের সঙ্গে ৭/৮টি পোস্টার বেঁধে দেওয়া হয়েছে।

রাতেই বেলুন সমেত পোস্টার নিয়ে আসা হয় লোকালয়ে। রাত ততক্ষণে বেড়ে দু'টো। বেলুন দেখতে প্রচুর মানুষের ভীড় জমে গ্রামে।

প্রশ্ন হল, কী ভাবে এল এ পোস্টার।

টাঙ্গাইলের ঘাটাইল-মধুপুরের পাশেই মেঘালয় সীমান্ত। কিন্তু এ পোস্টার হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভার প্রার্থী তৃণমুল কংগ্রেসের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। পোল্ট্রির খামারের মালিক আতিকুর রহমান লিটু জানান, শুক্রবার রাত ৯টার দিকে তার খামারে এসে পড়ে ওই পোস্টার। তাতে লেখা ছিল, ‘কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।’

আতিকুর আরও বলেন, “অন্ধকার রাতে আমার খামারের আকাশে কিছু একটা বস্তু স্থির হয়ে থাকতে দেখি। অন্ধকার থাকায় সেটা কী জিনিস তা বুঝতে পারিনি। এ জন্য প্রথমে একটু ভয় পেয়েছিলাম। কেউ-কেউ ড্রোন ভেবে দূরে সরে যান। কিছু সময় পরে তা ধীরে-ধীরে নীচে নেমে এলে দেখতে পাই বেলুনের সঙ্গে পোস্টার ঝুলছে। আর তা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পোস্টার।”

ধলাপাড়া গ্রামের এক বাসিন্দা বলেন, “বেলুনে উড়িয়ে নির্বাচনের এমন পোস্টার আমাদের এলাকার মানুষ আগে কখনও দেখেননি। ভারত থেকে নির্বাচনের পোস্টার উড়ে এসেছে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরের দিন তা এক ঝলক দেখার জন্য আশেপাশের অঞ্চল থেকেও সাধারণ মানুষ ছুটে এসেছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangladesh Tangail West Bengal Election Poster
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE