Advertisement
২৭ জুলাই ২০২৪
Mount Marapi Volcanic Eruption

ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্নুৎপাত, লাভার স্রোতে দগ্ধ হয়ে মৃত্যু ১৩ জন পর্বতারোহীর, নিখোঁজ অন্তত ১২

উদ্ধার করা হয় কয়েক জন পর্বতারোহীর দেহও। বিপদের আঁচ পেয়ে অন্তত ৪৯ জন নিরাপদে সরে যেতে সক্ষম হন বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

আহত পর্বতারোহীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

আহত পর্বতারোহীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩ ২৩:০২
Share: Save:

ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে ভয়ঙ্কর অগ্নুৎপাতে মৃত্যু হয়েছে অন্তত ১১ জন পর্বতারোহীর। সোমবার ভোররাতের ওই ঘটনায় নিখোঁজ অন্তত ১২ জন পর্বতারোহী। আশঙ্কা করা হচ্ছে লাভার স্রোতে পড়ে তাঁদের মৃত্যু হয়েছে।

মাউন্টে মেরাপি পর্বতে অভিযানে গিয়ে ওই পর্বতারোহীদের মৃত্যু হয়েছে বলে ইন্দোনেশিয়া সরকার জানিয়েছে। সোমবার উদ্ধারকারী দল মাউন্ট মেরাপির জ্বালামুখের নিকটবর্তী এলাকা থেকে তিন জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধার করা হয় কয়েক জন পর্বতারোহীর দেহও। বিপদের আঁচ পেয়ে অন্তত ৪৯ জন নিরাপদে সরে যেতে সক্ষম হন বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর থেকে জাভা প্রদেশের একাধিক আগ্নেয়গিরি নতুন করে জেগে উঠেছে। আগ্নেয়গিরি এবং ভূতাত্ত্বিক দুর্যোগ প্রশমন কেন্দ্র (পিভিএমকেজি) আগেই বিশেষত মধ্য জাভা অঞ্চলের ‘ঘুমন্ত’ আগ্নেয়গিরিগুলির জেগে ওঠার আশঙ্কা প্রকাশ করেছিল। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি আগ্নেয়গিরি রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sumatra island Indonesia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE