Advertisement
E-Paper

আফগান সীমান্তে বোমা হামলা, চলল এলোপাথাড়ি গুলি! নিহত ১১ পাক আধাসেনা, দায় নিল ‘বিদ্রোহী’ তেহরিক-ই-তালিবান

পাক সেনার ধারাবাহিক অভিযানের মধ্যেই প্রত্যাঘাত করল বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। আফগানিস্তান সীমান্তে পাক আধাসেনার কনভয়ে হামলা চালিয়েছে তারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১৪:৫১
পাক আধাসেনার কনভয়ে হামলা।

পাক আধাসেনার কনভয়ে হামলা। ছবি: সংগৃহীত।

পাক সেনার ধারাবাহিক অভিযানের মধ্যেই প্রত্যাঘাত করল বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। আফগানিস্তান সীমান্তে পাক আধাসেনার কনভয়ে হামলা চালিয়েছে তারা। সেই হামলায় নিহত ১১ জন পাক আধাসেনা। তাঁদের মধ্যে দু’জন অফিসারও রয়েছেন। এই ঘটনার পরেই দায় স্বীকার করেছে পাক তালিবান গোষ্ঠী।

উত্তর-পশ্চিম পাকিস্তানের কুররাম জেলায় আফগান সীমান্তে বুধবার ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রের দাবি, রাস্তার দু’পাশে লুকিয়ে ছিলেন পাক তালিবানের সদস্যেরা। কনভয় আসতেই তাঁরা এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করেন। ছোড়া হয় একের পর এক বোমাও। পাক সেনা এবং পাক তালিবানের মধ্যে লড়াইয়ে গত কয়েক মাস ধরেই উত্তপ্ত এই এলাকা। সম্প্রতি সেখানে বড় অভিযানেও নেমেছে পাক সেনা। তার মধ্যেই এই ঘটনা।

ঘটনার পর পরই দায় স্বীকার করেছে পাক তালিবান। যদিও পাক সেনার তরফে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অনেক দিন ধরেই সক্রিয় টিটিপি। ২০২২ সালের সেপ্টেম্বরে টিটিপি গোষ্ঠীর সঙ্গে পাক সরকারের শান্তিবৈঠক ভেস্তে গিয়েছিল। তার পর থেকেই ধারাবাহিক ভাবে অশান্ত খাইবার পাখতুনখোয়া। পাক সরকারের অভিযোগ, টিটিপি-কে পিছন থেকে মদত দিচ্ছে তালিবানশাসিত আফগানিস্তান। বিদ্রোহী গোষ্ঠীর সদস্যেরা আফগানিস্তানে গিয়ে প্রশিক্ষণও নেন বলে অভিযোগ। যদিও আফগান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।

TTP Pakistani Paramilitary
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy