Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Emmanuel Macron

Emmanuel Macron: ফ্রান্সে নজির ইমানুয়েল মাকরঁর, ভোট শতাংশ কমলেও প্রেসিডেন্ট হলেন টানা দু’বার

রবিবার তাঁর প্রতিদ্বন্দ্বী তথা অতি দক্ষিণপন্থী মারিন লা পেনকে হারিয়েছেন মাকরঁ। ভোট শতাংশের বিচারে অবশ্য আশানুরূপ লড়াই করতে পারেননি লা পেন। মাকরঁ পেয়েছেন ৫৮.২ শতাংশ ভোট। তুলনায় লা পেনের দখলে এসেছে ৪১.৮ শতাংশ।

ফ্রান্সের প্রেসিডেন্ট পদে জয়ের পর প্যারিসে ইমানুয়েল মাকরঁ।

ফ্রান্সের প্রেসিডেন্ট পদে জয়ের পর প্যারিসে ইমানুয়েল মাকরঁ। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
প্যারিস শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২২ ১২:০৯
Share: Save:

জনপ্রিয়তায় ভাটা পড়লেও নিজের কুর্সি ধরে রাখলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। এই নিয়ে প্রেসিডেন্ট পদে টানা দু’বার জিতলেন তিনি। যা আধুনিক ফ্রান্সের ইতিহাসে এই প্রথম।

রবিবার তাঁর প্রতিদ্বন্দ্বী তথা অতি দক্ষিণপন্থী মারিন লা পেনকে হারিয়েছেন মাকরঁ। ভোট শতাংশের বিচারে অবশ্য আশানুরূপ লড়াই করতে পারেননি লা পেন। মাকরঁ পেয়েছেন ৫৮.২ শতাংশ ভোট। তুলনায় লা পেনের দখলে এসেছে ৪১.৮ শতাংশ।

নির্বাচনের আগে থেকেই লা পেনের বিরুদ্ধে এগিয়ে ছিলেন মাকরঁ। অধিকাংশ জনমত সমীক্ষাও সে ইঙ্গিত দিয়েছিল। তবে ভোটবাক্সে মাকরঁকে কড়া টক্কর দেবেন বলে মনে করছিলেন লা পেনের সমর্থকেরা। তবে তা হয়নি। যদিও ফ্রান্সের প্রেসিডেন্টের জনপ্রিয়তা যে গত বারের তুলনায় কমেছে, তা বুঝিয়ে দিয়েছে ভোট শতাংশের পরিসংখ্যান। গত বার তাঁর দখলে এসেছিল ৬৬.১ শতাংশ। অন্য দিকে, ৩৩.৯ শতাংশ ভোট মিলেছিল লা পেনের।

এই জয়ের পর মাকরঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার টুইটারে তিনি লিখেছেন, ‘ফ্রান্সের প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন বন্ধু!’ ভারত-ফ্রান্স দু’দেশের মধ্যে কৌশলগত সহযোগিতার আরও দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেছেন মোদী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE