Advertisement
০৫ মে ২০২৪
train

Viral: টা টা বাই বাই! দুই ট্রেন পাশাপাশি হতেই বাপবেটার বিরল মুহূর্ত ফ্রেমবন্দি

বাবা-ছেলে দু’জনেই কাজে ছিলেন। কাকতালীয় ভাবে, দু’জনের ট্রেনই একই সময়ে পরস্পরের বিপরীত মুখে যাচ্ছিল।

সেই বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করেছে ছেলে। ছবি সৌজন্য টুইটার।

সেই বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করেছে ছেলে। ছবি সৌজন্য টুইটার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ জুন ২০২২ ১২:২৭
Share: Save:

জীবনের এক এক সময় কিছু মুহূর্ত আসে টাকার বিচারে যার কোনও মূল্য হয় না। তেমনই কিছু ছবি যার কাছে কোটি টাকাও তুচ্ছ মনে হবে। তেমনই এক মুহূর্তের মুখোমুখি হয়েছিলেন এক বাবা এবং তাঁর ছেলে।

বাবা-ছেলে দু’জনেই রেলকর্মী। বাবা রেলের গার্ড। আর ছেলে টিকিট পরীক্ষক। বাড়িতে দু’জনেরই দেখা হয় ঠিকই। কিন্তু কর্মসূত্রে দু’জনের একসঙ্গে সাক্ষাৎ হয় না বললেই চলে। আর সেই অমূল্য মুহূর্ত চলে এল এক দিন। আর সেই মুহূর্তটাকে আজীবন ধরে রাখার সুযোগ হাতছাড়া করলেন না ছেলে।

বাবা-ছেলে দু’জনেই কাজে ছিলেন। কাকতালীয় ভাবে, দু’জনের ট্রেনই একই সময়ে পরস্পরের বিপরীত মুখে যাচ্ছিল। বাবা যে ট্রেনে ছিলেন, সেই ট্রেনের গার্ডের কামরা, আর ছেলে যে কামরায় ছিলেন সেই কামরা পাশাপাশি আসতেই চলন্ত ট্রেন থেকেই বাবার সঙ্গে নিজস্বী তুললেন ছেলে। যা এক অমূল্য মুহূর্তের সাক্ষী হয়ে রইল।

ছবিটি নেটমাধ্যমে ভাইরাল হতেই এক টুইটার গ্রাহক মন্তব্য করেন, ‘এটি বিশ্বের অন্যতম মূল্যবান সেলফি।’ আর এক জন বলেছেন, ‘দুর্দান্ত মুহূর্ত, যা কোনও মূল্য দিয়ে বিচার করা যায় না।’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

train selfie Viral father son
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE