জীবনের এক এক সময় কিছু মুহূর্ত আসে টাকার বিচারে যার কোনও মূল্য হয় না। তেমনই কিছু ছবি যার কাছে কোটি টাকাও তুচ্ছ মনে হবে। তেমনই এক মুহূর্তের মুখোমুখি হয়েছিলেন এক বাবা এবং তাঁর ছেলে।
বাবা-ছেলে দু’জনেই রেলকর্মী। বাবা রেলের গার্ড। আর ছেলে টিকিট পরীক্ষক। বাড়িতে দু’জনেরই দেখা হয় ঠিকই। কিন্তু কর্মসূত্রে দু’জনের একসঙ্গে সাক্ষাৎ হয় না বললেই চলে। আর সেই অমূল্য মুহূর্ত চলে এল এক দিন। আর সেই মুহূর্তটাকে আজীবন ধরে রাখার সুযোগ হাতছাড়া করলেন না ছেলে।
अजब ग़ज़ब सेल्फ़ी
— Suresh Kumar (@Suresh__dhaka29) June 15, 2022
पिता रेलवे में गार्ड है और बेटा टीटी है । जब दोनो की ट्रेन अगल-बग़ल से गुजरी तो एक सेल्फ़ी का लम्हा बन गयाpic.twitter.com/Zd2lGHn7z3
আরও পড়ুন:
বাবা-ছেলে দু’জনেই কাজে ছিলেন। কাকতালীয় ভাবে, দু’জনের ট্রেনই একই সময়ে পরস্পরের বিপরীত মুখে যাচ্ছিল। বাবা যে ট্রেনে ছিলেন, সেই ট্রেনের গার্ডের কামরা, আর ছেলে যে কামরায় ছিলেন সেই কামরা পাশাপাশি আসতেই চলন্ত ট্রেন থেকেই বাবার সঙ্গে নিজস্বী তুললেন ছেলে। যা এক অমূল্য মুহূর্তের সাক্ষী হয়ে রইল।
ছবিটি নেটমাধ্যমে ভাইরাল হতেই এক টুইটার গ্রাহক মন্তব্য করেন, ‘এটি বিশ্বের অন্যতম মূল্যবান সেলফি।’ আর এক জন বলেছেন, ‘দুর্দান্ত মুহূর্ত, যা কোনও মূল্য দিয়ে বিচার করা যায় না।’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।