Advertisement
E-Paper

পৃথিবীর সব চেয়ে নিরাপদ দেশের তকমা পেল ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র! ভারতের স্থান কত নম্বরে?

এশিয়ার দেশগুলির মধ্যে জাপান রয়েছে দশম এবং চিন ১৫তম স্থানে। এ ছাড়া, শ্রীলঙ্কা ৫৯, পাকিস্তান ৬৫ এবং বাংলাদেশ ১২৬তম স্থান পেয়েছে। দীর্ঘ এই তালিকায় ভারতেরও নাম রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৬:০৫

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

এ বছর বিশ্বের সব চেয়ে নিরাপদ দেশের তকমা পেল ইউরোপের ক্ষুদ্র দেশ অ্যান্ডোরা! সদ্য প্রকাশিত ‘নাম্বিও সেফটি ইনডেক্স’ অনুসারে, পিরেনিস পর্বতমালা বরাবর ফ্রান্স এবং স্পেনের মাঝে অবস্থিত দেশ অ্যান্ডোরা ২০২৫ সালে বিশ্বের সব থেকে নিরাপদ দেশ হিসাবে বিবেচিত হয়েছে। অর্থাৎ, অ্যান্ডোরায় অপরাধের হার সব চেয়ে কম। শক্তিশালী নিরাপত্তা পরিকাঠামোও রয়েছে সে দেশে। এ ছাড়া, তালিকার প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে পশ্চিম এশিয়ার তিন দেশ সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই), কাতার এবং ওমান। বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে রয়েছে এশিয়ার তাইওয়ানও।

তালিকার প্রথমেই রয়েছে অ্যান্ডোরা, নিরাপত্তা সূচক ৮৪.৭। দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, নিরাপত্তা সূচক ৮৪.৫। তৃতীয় স্থানে রয়েছে কাতার, নিরাপত্তা সূচক ৮৪.২। এর পরেই রয়েছে তাইওয়ান এবং ওমান, নিরাপত্তা সূচক যথাক্রমে ৮২.৯ এবং ৮১.৭। এশিয়ার দেশগুলির মধ্যে জাপান রয়েছে দশম এবং চিন ১৫তম স্থানে। এ ছাড়া, শ্রীলঙ্কা ৫৯, পাকিস্তান ৬৫ এবং বাংলাদেশ ১২৬তম স্থান পেয়েছে। দীর্ঘ এই তালিকায় ভারতেরও নাম রয়েছে। তবে ৬৬তম স্থানে। নিরাপত্তা সূচক ৫৫.৭। আরও পিছনে রয়েছে ব্রিটেন (৮৭তম স্থানে, ৫১.৭), আমেরিকা (৮৯তম স্থানে, ৫০.৮)!

নাম্বিও নিরাপত্তা সূচক সাধারণত ব্যবহারকারীদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়। ফলে সরকারি পরিসংখ্যান থেকে এই সূচকে প্রদত্ত তথ্যে ফারাক থাকতে পারে। সাধারণত, অপরাধের হার, দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যক্তিগত নিরাপত্তা উদ্বেগ-সহ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে আপেক্ষিক নিরাপত্তা সংক্রান্ত এই মূল্যায়ন করা হয়।

২০২৫ সালে বিশ্বের শীর্ষ ১০টি নিরাপদ দেশের তালিকা

• অ্যান্ডোরা: ৮৪.৭

• সংযুক্ত আরব আমিরশাহি ৮৪.৫

• কাতার ৮৪.২

• তাইওয়ান ৮২.৯

• ওমান ৮১.৭

• আইল অফ ম্যান ৭৯.০

• হংকং (চিন) ৭৮.৫

• আর্মেনিয়া ৭৭.৯

• সিঙ্গাপুর ৭৭.৪

• জাপান ৭৭.১

তালিকার একদম শেষে, ১৪৮তম স্থানে রয়েছে ভেনেজুয়েলা। অর্থাৎ, দক্ষিণ আমেরিকার এই দেশই ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশের তকমা পেয়েছে। ভারতের প্রতিবেশী দেশ আফগানিস্তান রয়েছে ১৪৪তম স্থানে। গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়া ১৪০তম স্থানে জায়গা পেয়েছে।

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ১০টি দেশ

• ভেনেজুয়েলা ১৯.৩

• পাপুয়া নিউ গিনি ১৯.৭

• হাইতি ২১.১

• আফগানিস্তান ২৪.৯

• দক্ষিণ আফ্রিকা ২৫.৩

• হন্ডুরাস ২৮.০

• ত্রিনিদাদ ও টোবাগো ২৯.১

• সিরিয়া ৩১.৯

• জামাইকা ৩২.৬

• পেরু ৩২.৯

Safety safest country
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy