Advertisement
E-Paper

ছ’বছরের সন্তানকে খুন করে ফেরার! ভারতে লুকিয়ে থাকা আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’ সিন্ডিকে ধরল এফবিআই

অভিযোগ, ২০২৩ সালে নিজের ছ’বছরের ছেলে নোয়েল রদ্রিগেজ় আলভারেজকে খুন করেছিলেন সিন্ডি। তার পর গা-ঢাকা দিয়েছিলেন ভারতে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১০:৩১
সিন্ডি সিং।

সিন্ডি সিং। ছবি: সংগৃহীত।

বছর দুয়েক আগে নিজের ছ’বছরের সন্তানকে খুনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই থেকে ভারতে আত্মগোপন করেছিলেন সিন্ডি রদ্রিগেজ় সিং, অন্তত তেমনটাই দাবি এফবিআই-এর। মার্কিন গোয়েন্দা সংস্থার ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার প্রথম দশে নাম ছিল সিন্ডির। মার্কিন মুলুকের টেক্সাসের সেই অভিযুক্তকে বৃহস্পতিবার গ্রেফতার করল এফবিআই।

সিন্ডির গ্রেফতারির খবরটি নিশ্চিত করেছেন এফবিআই-এর ডিরেক্টর কাশ পটেল। অভিযোগ, ২০২৩ সালে নিজের ছ’বছরের ছেলে নোয়েল রদ্রিগেজ় আলভারেজকে খুন করেছিলেন সিন্ডি। তার পর গা-ঢাকা দিয়েছিলেন ভারতে। ১০ বছরের কম বয়সি কাউকে খুনের অপরাধে টেক্সাস স্টেট পরোয়ানা এবং গ্রেফতারি এড়াতে পালিয়ে বেড়ানোর অভিযোগে ফেডারেল পরোয়ানা জারি করা হয়েছিল সিন্ডির বিরুদ্ধে। ২০২৪ সালের অক্টোবর মাসে তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করে ইন্টারপোল। তা ছাড়া, ভারত সরকারের কাছে সিন্ডিকে প্রত্যর্পণের আবেদনও জানানো হয়। দু’বছর পর শেষমেশ বৃহস্পতিবার ধরা পড়েছেন তিনি।

সংবাদমাধ্যম ফক্স নিউজ় সূত্রে জানা গিয়েছে, আমেরিকায় উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে সিন্ডিকে। শীঘ্রই তাঁকে টেক্সাসে ফেরত পাঠিয়ে বিচারপ্রক্রিয়ার আওতায় আনা হবে। গোটা ঘটনায় ইন্টারপোল এবং ভারতকে ধন্যবাদ জানিয়েছেন কাশ। নিজের এক্স হ্যান্ডলে এফবিআই প্রধান লেখেন, ‘‘আমাদের সহযোগিতা করার জন্য টেক্সাসের পুলিশকর্তাদের, মার্কিন বিচারবিভাগ এবং ভারতকে ধন্যবাদ। এফবিআই ডালাস এবং এফবিআই নিউ ইয়র্কও অসাধারণ কাজ করেছে!’’

২০২৩ সালের ২০ মার্চ নিজের ছেলেকে খুনের ঘটনায় নাম জড়ায় সিন্ডির। এর পরেই স্বামী ও বাকি সন্তানদের নিয়ে আমেরিকা ছেড়ে পালিয়ে যান তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিন্ডির ছ’বছরের ছেলে নোয়েলের স্বাস্থ্য ও মানসিক বিকাশগত নানা সমস্যা ছিল। ফুসফুস ও হাড়সংক্রান্ত একাধিক রোগেও ভুগছিল শিশুটি। ২০২২ সালের অক্টোবর থেকে ছ’বছরের শিশুটিকে আর দেখা যায়নি। খবর পেয়েই তৎপর হয় টেক্সাস পুলিশ। সিন্ডি জানান, তাঁর ছেলে নিজের জৈবিক পিতার সঙ্গে মেক্সিকোতে রয়েছে। এর ঠিক দু’দিনের মাথায়, ২০২৩ সালের ২২শে মার্চ স্বামী এবং ছয় সন্তানের সঙ্গে ভারতে যাওয়ার একটি আন্তর্জাতিক বিমানে উঠতে দেখা গিয়েছিল সিন্ডিকে। সেই থেকে আর খোঁজ মেলেনি তাঁর। এ বার ধরা পড়লেন সেই যুবতী।

FBI most wanted US Murder
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy