ফের সাইবার হামলার শিকার মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন। আবারও রাশিয়ার মদতেই তাঁর নির্বাচনী প্রচারের কাজে ব্যবহৃত ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির (ডিএনসি) সার্ভার হ্যাক করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন হিলারি সমর্থকেরা। তবে হ্যাকাররা ডিএনসি-র অভ্যন্তরীণ সিস্টেমে ঢুকতে পারেনি বলেই পার্টি সূত্রের খবর। একই ধরনের হামলার অভিযোগ গত সপ্তাহেও উঠেছিল। গত বারের মত এ বারও সমর্থকদের দাবি, ট্রাম্পই রাশিয়াকে সার্ভার হ্যাকিংয়ে উৎসাহ জোগাচ্ছেন। সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও এই সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছেন না।