Advertisement
০৫ মে ২০২৪
Russia Ukraine War

পূর্ব ইউক্রেনে নিহত পাঁচ

ইউক্রেনীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, তারাও পাল্টা হামলার জন্য প্রস্তুত হচ্ছে। আজ ফের অস্ত্রসাহায্যের আবেদন জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি।

A Photograph of Ukraine President Volodymyr Zelensky and Russian President Vladimir Putin

ইউক্রেনে আরও বিধ্বংসী হামলা শুরু করেছে রাশিয়া। ফাইল ছবি।

সংবাদ সংস্থা
কিভ শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৩ ০৮:০৯
Share: Save:

চিনা প্রেসিডেন্ট শি জিনপিং মস্কো সফর সেরে চিনে ফিরতেই ইউক্রেনে আরও বিধ্বংসী হামলা শুরু করেছে রাশিয়া। গত কাল ছ’টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল মস্কো। আজ ভোরে পূর্ব ইউক্রেনের কসটানটিনিভকা শহরের একটি ত্রাণকেন্দ্রে এসে পড়ল ক্ষেপণাস্ত্র। ঘটনায় তিন জন মহিলা-সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের তরফে জানানো হয়েছে, ‘‘২৪ মার্চ ভোর রাতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয় কসটানটিনিভকায়। একটি একতলা বাড়িতে এসে পড়েছিল ক্ষেপণাস্ত্র।’’

ইউক্রেনীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, তারাও পাল্টা হামলার জন্য প্রস্তুত হচ্ছে। আজ ফের অস্ত্রসাহায্যের আবেদন জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। তাঁর কথায়, অস্ত্র না পেলে যুদ্ধ আরও কঠিন হয়ে পড়বে। দখল হয়ে যাওয়া জমি উদ্ধার করা কঠিন হবে তাঁদের জন্য। ফলে যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে।

গত ২৪ ঘণ্টায় অবশ্য যুদ্ধে বেশ অগ্রগতি করেছে ইউক্রেন, দাবি কিভের।আজ সকালে তারা দাবি করেছে, তাদের হামলায় শেষ ২৪ ঘণ্টায় ১০২০ জন রুশ সেনার মৃত্যু হয়েছে। লিম্যান, অ্যাভডিভকা, মারিনকা, শাকতারসে শহরে হামলার চেষ্টা করেছিল রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা সফল ভাবে ওই সব হামলার চেষ্টা বানচাল করেছে। যদিও বাখমুটে রুশ হামলা অব্যাহত। ইউক্রেনীয় বাহিনীর বক্তব্য, ‘‘খনির শহর বাখমুট-ই শত্রুদের আসল নিশানা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE