করোনার অতিমারি মানুষের জীবন অনেক বদলে দিচ্ছে। যেমন এই প্রস্থেটিক আর্টিস্ট, যিনি ফিল্ম ও টেলিভিশনে কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এখন তিনি মাস্ক তৈরি করছেন। তবে এই মাস্ক আর পাঁচটা মাস্কের থেকে আলাদা। দামও একটু বেশি, তাই আয়ও বেশি। এই মাস্ক দেখলে আবার ভয়ও পেতে পারেন কেউ কেউ। করোনার সময়ে নিজের প্রতিভাকে অন্য ভাবে কাজে লাগাচ্ছেন ফিলিপিন্সের শিল্পী রেনে অ্যাবেলার্ডো। আর তাতে তাঁর বেশ ভালই আয় হচ্ছে।
রেনে জানিয়েছেন, তিনি মজা করার জন্য প্রথমে একটি এমন মাস্ক তৈরি করে পরেন। তাঁর মেয়ে সেই মাস্কের ছবি তুলে প্রথম সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। তার কয়েক ঘণ্টা পরেই সেই পোস্ট ভাইরাল হয়ে যায়।
সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট দেখে কয়েক জন এমন মাস্ক কিনতে আগ্রহী হন। তাঁদের চাহিদা মতো তিনি রাক্ষস, জোম্বির মতো ভয়ঙ্কর বা জোকারের আদলে মাস্ক তৈরি করেন। রেনের এই সব মাস্ক এমন জনপ্রিয় হয়েছে যে, গোটা ফিলিপিন্স থেকে এখন ডজন ডজন অর্ডার আসছে। এই কাজে এখন তিনি তাঁর বন্ধুদের সাহায্য নিচ্ছেন।