বিএনপি চেয়ারপার্সন তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সঙ্কটজনক’। শুক্রবার এমনটাই জানিয়েছেন তাঁর দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহম্মদ ইউনূস। তাঁর দফতরের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে, সকলে যেন প্রাক্তন প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা করে প্রার্থনা করেন। অন্তর্বর্তী সরকারের তরফে দেওয়া হয়েছে সার্বিক সাহায্যের প্রতিশ্রুতিও।
গত রবিবার শ্বাসকষ্ট অনুভব করায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, নেত্রীর হৃৎপিণ্ড ও ফুসফুসে সংক্রমণ রয়েছে। তাঁকে সিসিইউ-তে রেখে চিকিৎসা করা হচ্ছিল।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, বিএনপি মহাসচিব জানিয়েছেন আশি বছরের নেত্রীর অবস্থা আশঙ্কাজনক। যদিও ওই খবরে পিটিআই উল্লেখ করেছে, বাংলাদেশের ‘বিএসএসএস’ সংবাদসংস্থাকে এই তথ্য জানিয়েছেন আলমগীর। দল সূত্রে জানা গিয়েছে, নোত্রীর সুস্থতা কামনায় আগামী শুক্রবারে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। আলমগীরের দাবি, ‘গণতন্ত্রের মা’-এর সুস্থতা কামনায় এই আয়োজন।
আরও পড়ুন:
প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন ইউনূস-ও। সমস্ত রকমের চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘‘চিকিৎসায় কোনও ধরনের ত্রুটি থাকা উচিত নয়। সরকার প্রয়োজনীয় সমস্ত সাহায্য করবে।’’ তিনি বলেন, ‘‘গণতন্ত্রের উত্থানের গুরুত্বপূর্ণ সময়ে জাতির অন্যতম অনুপ্রেরণা বেগম খালেদা জিয়া। তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’