বলিভিয়ার প্রাক্তন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জেনিন আনিয়েজ়ের কারামুক্তি ঘটল। সে দেশের সুপ্রিম কোর্ট তাঁর ১০ বছরের কারাদণ্ড বাতিল করেছে। রাজধানী লা পাজের কেন্দ্রস্থলের মিরাফ্লোরেস কারাগার থেকে বেরোনোর সময়ে আনিয়েজ় বলেছেন, “এটা যেন আবার জীবনে ফিরে আসার মতো ঘটনা।” প্রসঙ্গত, ২০২১ থেকে কারাগারে ছিলেন আনিয়েজ়। ২০১৯-এ দেশে দেশের ডামাডোল পরিস্থিতিতে প্রেসিডেন্ট ইভো মোরালেস পদত্যাগ করেছিলেন। সেই সময়ে আনিয়েজ় অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন, যা নতুন বিতর্কের জন্ম দিয়েছিল। ঘটনাচক্রে, সেই সময় বিক্ষোভে ৩৭ জন নিহত হয়েছিলেন। এই প্রেক্ষিতে কারাগারে যেতে হয়েছিল আনিয়েজ়কে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)