ইমরান খানের শোওয়ার ঘরে ‘স্পাই ক্যামেরা’ লাগাতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন তাঁরই বাড়ির এক কর্মী। পাকিস্তানের সংবাদমাধ্যমে এমন দাবি করল ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তাদের আরও দাবি, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের উপর নজরদারি চালানো হচ্ছে। ওই কর্মীকে ঘুষ দিয়ে এ কাজ করানো হয়েছে।
সূত্রকে উদ্ধৃত করে পাক সংবাদমাধ্যম ‘এআরওয়াই নিউজ’-এর দাবি, ইসলামাবাদের বানি গালায় ইমরানের উপর গুপ্তচরবৃত্তির ছক বানচাল হয়ে গিয়েছে। ইমরানের বাড়ির এক সাফাইকর্মী তাঁর শোওয়ার ঘরে একটি ‘স্পাই ক্যামেরা’ লাগানোর সময় তাঁকে হাতেনাতে ধরে ফেলেন আর এক কর্মচারী। তিনিই নিরাপত্তারক্ষীদের বিষয়টি জানান। এর পর তাঁকে আটক করা হয়। যদিও পিটিআই নেতা শেহবাজ গিলের দাবি, ওই কর্মীকে গ্রেফতার করা হয়েছে।