টেক্সাসের হিউস্টন শহরে একটি বসতবাড়িতে বন্দুকবাজের হানায় মৃত্যু হয়েছে ৫ শিশু-সহ ৮ জনের। শনিবার সন্ধেয় ঘটনাটি ঘটে। রাতে নিয়মমাফিক তল্লাশির সময় বাড়িটিতে পুলিশ আসে। দরজায় ধাক্কা দিয়ে কোনও সাড়া মেলেনি। বাড়ির ভিতর আলো জ্বলছে দেখে সন্দেহ হয় রক্ষীদের। জানলা দিয়ে এক শিশুর দেহ নজরে আসে তাঁদের। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। কিছু ক্ষণের মধ্যে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। পুলিশকে লক্ষ্য করেও গুলি চালায় সন্দেহভাজন বন্দুকবাজ। বেশ কিছু ক্ষণ গুলিযুদ্ধ চলে। ঘণ্টাখানেক পর বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে বছর পঞ্চাশের এক ব্যক্তি। ঘটনার দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছে সে। গ্রেফতার করা হয় তাকে। প্রাথমিক তদন্তে অনুমান, বাড়ির কোনও সদস্যের সঙ্গে পূর্ব বিবাদের জেরেই এই ঘটনা ঘটিয়েছে সে।