Advertisement
E-Paper

অনাহারে চার, ইজ়রায়েলি হামলায় ২৩‍! প্যালেস্টাইনি আমজনতার মৃত্যুমিছিলে বিরাম নেই গাজ়ায়

অনাহারে মৃত্যুর আবহেই বৃহস্পতিবার ত্রাণের অপেক্ষায় শিবিরের বাইরে সারিবদ্ধ নিরন্ন প্যালেস্টাইনিদের উপর হামলা চালিয়ে মানুষ মেরেছে ইজ়রায়েলের সেনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ২১:০৮
Health Ministry of Gaza has recorded four more hunger-related deaths over the past 24 hours

যুদ্ধবিধ্বস্ত গাজ়া। —ফাইল চিত্র।

যুদ্ধ বিধ্বস্ত গাজ়ায় অনাহারে আরও চার জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর ফলে অনাহারে মৃত্যুর সংখ্যা ২৩৯-এ পৌঁছল বলে স্বাধীনতাপন্থী সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত স্বশাসিত গাজ়া কর্তৃপক্ষের স্বাস্থ্য দফতর বৃহস্পতিবার জানিয়েছেন।

গাজ়া কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে অনাহারে মৃত ২৩৯ জনের মধ্যে ১০৬ জন শিশুও রয়েছে। অনাহারে মৃত্যুর আবহেই বৃহস্পতিবার ত্রাণের অপেক্ষায় শিবিরের বাইরে সারিবদ্ধ নিরন্ন প্যালেস্টাইনিদের উপর হামলা চালিয়ে মানুষ মেরেছে ইজ়রায়েলের সেনা। গাজ়া সিটি এবং দক্ষিণ গাজ়ার রাফার অদূরে একটি সাহায্য কেন্দ্রে ইজ়রায়েলি হামলায় অন্তত ২৩ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ১০ জন ত্রাণপ্রার্থী রয়েছেন বলে জানিয়েছে পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যম আল জাজ়িরা।

গত মে মাস থেকে ‘গাজ়া হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ নামে একটি সংগঠনের ত্রাণশিবিরের উপর ধারাবাহিক হামলা চালাচ্ছে ইজ়রায়েলি সেনা। ত্রাণশিবিরে হামলায় এখনও পর্যন্ত ১৩০০-রও বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজ়ায় ইজ়রায়েলি সেনার হামলা শুরুর পরে মোট মৃত্যু পৌঁছেছে ৬১৭৬৬-তে। এর মধ্যেই গত সপ্তাহে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার গাজ়াকে হামাসমুক্ত করার উদ্দেশ্যে পাঁচ দফা নীতি ঘোষণা করেছে। তার মধ্যে গাজ়ার সীমান্ত পুনর্বিন্যাস, হামাস এবং প্যালেস্টাইনি কর্তৃপক্ষের বিকল্প প্রশাসন প্রতিষ্ঠা প্রভৃতি বিষয় রয়েছে।

Gaza war Israel Gaza war Israel-Palestine War Israel-Hamas Conflict gaza
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy