Advertisement
E-Paper

‘কখনও কথা শোনেন না আপনি’

কথাগুলো যে মাইক্রোফোনে ধরা পড়ছে, গোড়ায় সম্ভবত খেয়াল করেননি তাঁরা কেউই। 

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮ ০১:২৭

কথাগুলো যে মাইক্রোফোনে ধরা পড়ছে, গোড়ায় সম্ভবত খেয়াল করেননি তাঁরা কেউই।

জি-২০ বৈঠকের মঞ্চে সৌজন্য বিনিময়ের সময়ে সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন বলছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁকে, ‘‘আপনি চিন্তা করবেন না।’’

মাকরঁ বলছেন, ‘‘করবই। আমি চিন্তিত। আপনাকে বলেছিলাম।’’

সলমনের উত্তর, ‘‘হ্যাঁ, বলেছেন।’’

বাকি কথোপকথন নিচু গলায়। ভাষাটা ইংরেজি, তাই ভিডিয়ো দেখে তার কিছুটা মর্মোদ্ধার করেছে একটি ব্রিটিশ সংবাদমাধ্যম। সেটা এ রকম—

মাকরঁ: আপনি কখনও আমার কথা শোনেন না।

সলমন (হেসে): না না, শুনি।

মাকরঁ: আমি বলেছি, এটা আপনার জন্য জরুরি।

সলমন: ঠিক আছে, আমি এটা সামলাতে পারব।

মাকরঁ: আমি এক কথার মানুষ।

সম্ভবত এর পরেই মাকরঁ টের পান পাশে ক্যামেরার উপস্থিতি। অন্য দিকে ঘুরে যান তিনি। পরে তাঁর দফতর জানিয়েছে, ইউরোপ যে সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের তদন্তে আন্তর্জাতিক দল পাঠানোর পক্ষপাতী, সলমনকে তা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট। ইয়েমেনের সংঘর্ষের রাজনৈতিক সমাধানের পরামর্শও দিয়েছেন। সিআইএ-র রিপোর্ট উদ্ধৃত করে একটি মার্কিন সংবাদপত্র আজই দাবি করে, খাশোগি-খুনের তদারকির দায়িত্বে যে ব্যক্তি ছিলেন, হত্যাকাণ্ডের আগে-পরে তাঁর সঙ্গে ১১ বার বার্তা বিনিময় হয়েছিল সলমনের।

সম্মেলনে যদিও ডোনাল্ড ট্রাম্প ও তাঁর মেয়ে ইভাঙ্কার সঙ্গে কথা বলতে দেখা যায় সলমনকে। এক গাল হেসে সলমনের সঙ্গে ‘হাই-ফাইভের’ ঢঙে হাত মিলিয়ে পাশাপাশি বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অশোধিত তেলের পড়তি বাজারে উৎপাদন কমানো নিয়ে সৌদি ও রাশিয়া সমঝোতার পথে হাঁটছে বলে খবর। আজ বিনিয়োগ নিয়েও আলাদা কথা হয় পুতিন-সলমনের।

Mohammed bin Salman G20 summit Emmanuel Macron
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy