Advertisement
০৩ জুন ২০২৪
George H.W. Bush

সিনিয়র বুশের মৃত্যুর পর কী করলেন তাঁর পোষ্য সুলি?

প্রয়াত প্রেসিডেন্টের শবাধারের সামনে এমন ভাবেই দেখা গেল সুলিকে

প্রয়াত প্রেসিডেন্টের শবাধারের সামনে এমন ভাবেই দেখা গেল সুলিকে

সিনিয়র বুশের মৃত্যুর পর কী করলেন তাঁর পোষ্য সুলি?
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮ ১৭:২৭
Share: Save:

প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জর্জ এইচ ডব্লিউ বুশ গত শুক্রবার ৯৪ বছর বয়সে মারা যান। রবিবার সামনে আসে তাঁর পোষ্য কুকুর সুলির তাঁর শবাধারের সামনে মনমরা অবস্থায় বসে থাকার একটি ছবি, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

বুশ পরিবারের "মিশন সম্পূর্ণ" শিরোনামের সাথে পোস্ট করা সুলির ছবিতে দেখা যাচ্ছে তাকে সিনিয়র বুশের পতাকা-আবৃত শবাধারের সামনে বসে থাকতে।

Mission complete.

A post shared by Sully H.W. Bush (@sullyhwbush) on

আরও পড়ুন: সমুদ্রের নীচে রেললাইন! যুক্ত হতে পারে মুম্বই-ফুজাইরাহ

প্রসঙ্গত, সুলি একটি বছর দুয়েকের হলুদ ল্যাব্রাডর রিট্রিভার প্রজাতির কুকুর। ২০০৯ সালে দুর্ঘটনাগ্রস্ত আমেরিকান এয়ারওয়েজের বিমান ১৫৪৯ হাডসন নদীতে সাফল্যের সঙ্গে অবতরণ করানো পাইলট চেসলি ‘সুলি’ সুলেনবার্গ (তৃতীয়)-এর নামানুসারে তার নামকরণ করা হয়েছিল ‘সুলি’।

জুন মাসে ভেট-ডগ গ্রুপ নামক একটি সংস্থা সিনিয়র বুশকে সুলিকে উপহার দেয়। প্রাক্তন রাষ্ট্রপতিকে বিশেষ পরিষেবা দেওয়ার জন্য সুলিকে বিশেষ ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। গত জুন মাসে স্বয়ং সিনিয়র বুশ টুইট করে তাঁদের পরিবারের নতুন সদস্যের কথা জানান।

আরও পড়ুন: ‘বেঁচে আছি, এটাই প্রকৃত আমি’, ছবি দেখিয়েই জীবিত থাকার প্রমাণ দিচ্ছেন প্রেসিডেন্ট!

সুলির নিজের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। সেখানে মাঝেমধ্যেই সিনিয়র বুশের সঙ্গে তার নানা ধরনের ছবি শেয়ার করা হত। পোস্টগুলিতে সিনিয়র বুশকে ‘বেস্ট ফ্রেন্ড’ বলেও উল্লেখ করা হয়েছে। এমনকি, গত নভেম্বর মাসে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনেও ভোট দেওয়ার সময় সুলিকে সিনিয়র বুশের সাথে দেখা গেছে।

Assisting with voting must be easier with thumbs. It was very nice of Secretary James Baker to help my best friend cast his vote. They didn’t even let me push the button! . . #vote . . . . . . #SullyHWBush #SullyBush #bush41 #instagood #goodboy #DogOfInstagram #TalesOfALab #InstaDog #InstaDogs #Dogs #AmericasVetDogs #GuidedogFoundation #labrador

A post shared by Sully H.W. Bush (@sullyhwbush) on

এর পর ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে কাজে যোগ দেবে সুলি। নতুন চাকরিতে পাঠানোর আগে আমেরিকার ভেট-ডগ সেন্টারে ফিরে আসবে সুলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

George H.W. Bush Service Dog
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE