পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সেনা আদালতে বিচারপ্রক্রিয়া শুরু করার কথা ভাবছে শাহবাজ় শরিফের সরকার। সূত্রের খবর, পাকিস্তানের সামরিক বাহিনী এবং সরকার ইমরানের বিরুদ্ধে সরকারি গোপনীয়তা আইন (অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট) এবং অন্যান্য সামরিক আইনের অধীনে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার প্রস্তুতি নিচ্ছে। অসামরিক সরকারকে আনুষ্ঠানিক পক্ষ করে, ইমরানের বিরুদ্ধে একটি বিস্তারিত মামলা রুজু করার জন্য ফেডারেল আইন মন্ত্রণালয়ের নেতৃত্বে আলোচনা চলছে বলেও খবর।
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) ফয়েজ় হামিদকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে পাক সামরিক আদালত। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রের গোপনীয়তা লঙ্ঘন এবং রাজনীতিতে হস্তক্ষেপ ছাড়াও ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার হামিদের শাস্তি ঘোষণা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর সংবাদমাধ্যম শাখা আইএসপিআর। এ বার ইমরান বিরুদ্ধেও একই পথে হাঁটার ভাবনা সে দেশের সরকারের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)