জেলে বসে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে আবার ক্ষোভ উগরে দিলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। মুনিরকে ‘প্রতিহিংসাপরায়ণ’ বলেও কটাক্ষ করলেন তিনি। জানালেন, প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি মুনিরকে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রধানের পদ থেকে সরিয়েছিলেন। তার পরে মুনির তাঁর (ইমরান) স্ত্রী বুশরা বিবির কাছে তদ্বিরের চেষ্টা করেছিলেন। বুশরা তখন দেখা করতে রাজি না হওয়ায় তাঁর বিরুদ্ধে এখন ‘প্রতিশোধ’ নিচ্ছেন মুনির। তাঁকে বিনা কারণে জেলবন্দি করে রেখেছেন।
প্রায় দু’বছর ধরে জেলে বন্দি রয়েছেন ইমরান। সোমবার এক্স (সাবেক টুইটার)-এ তিনি লেখেন, ‘‘প্রধানমন্ত্রী হিসাবে যখন আমি আইএসআইয়ের ডিজি পদ থেকে আসিম মুনিরকে সরিয়ে দিই, তিনি বিষয়টি নিয়ে আলোচনার জন্য মধ্যস্থতাকারীর মাধ্যমে আমার স্ত্রীকে ধরতে চেয়েছিলেন।’’ তার পরেই তিনি লিখেছেন, ‘‘বুশরা বিবি নাকচ করে দেন (প্রস্তাব)। তিনি জানান, এই ধরনের বিষয়ের সঙ্গে তার কোনও যোগ নেই। তাঁর সঙ্গে দেখা করবেন না বলেও জানিয়ে দেন। জেনারেল মুনিরের প্রতিহিংসাপরায়ণ স্বভাবের কারণেই বুশরাকে ১৪ মাস অন্যায় ভাবে জেলে রাখা হয়েছে। জেলে তাঁর সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে।’’
আরও পড়ুন:
এখানেই থামেননি ইমরান। পাকিস্তানের সেনাপ্রধানের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, ‘‘যে ভাবে ব্যক্তিগত প্রতিহিংসার কারণে আমার স্ত্রীকে নিশানা করা হয়েছে, তা নজিরবিহীন। পাকিস্তানে যখন একনায়কতন্ত্রের কালো দিন ছিল, তখনও এ রকম হয়নি।’’ ইমরান এ-ও জানিয়েছেন, যে তাঁর স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায়, ‘‘তাঁর বিরুদ্ধে যে প্ররোচনার অভিযোগ আনা হয়েছিল, তার প্রমাণ পেশ করা হয়নি। মিথ্যা মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তিনি এক বধূ, যাঁর কোনও রাজনৈতিক যোগ নেই। গত চার সপ্তাহ ধরে তাঁর সঙ্গে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না।’’ পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই)-এর প্রধানের দাবি, জেলের বিধি মেনেই ১ জুন স্ত্রীর সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর। কোর্টের নির্দেশ থাকলেও তাঁকে দেখা করতে দেওয়া হয়নি।
গত দু’বছর ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ইমরান। প্রতিবাদে ২০২৩ সালের ৯ মে রাজধানী ইসলামাবাদের পথে নেমেছিলেন পিটিআইয়ের সমর্থকেরা। সেনাঘাঁটি, সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। ওই ঘটনায় ১১ জনকে সাজা দিয়েছে আদালত। এই নিয়েও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইমরান। তাঁর দাবি, ওই ঘটনা পূর্বপরিকল্পিত ছিল। ‘শরিফ, জ়ারদারির মতো দুর্নীতিগ্রস্ত’-রা জনাদেশ অগ্রাহ্য করে তাঁকে এবং পিটিআই নেতাদের জেলবন্দি করেন বলেও অভিযোগ ইমরানের। তিনি এ-ও জানিয়েছেন, বার বার দাবি করা সত্ত্বেও ঘটনার সিসিটিভি ফুটেজ দাখিল করতে চায়নি শরিফের সরকার।